শুরুতেই পাকিস্তানের ৪ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ
স্কোর বোর্ডে মামুলি পুঁজি। এমন পুঁজি নিয়ে লড়াই করতে হলে পেতে হত দ্রুত উইকেট। সেই কাজটাই দারুণভাবে করলেন বাংলাদেশের দুই পেসার। মোস্তাফিজুর রহমানের বলে স্টাম্প উড়ল রিজওয়ানের, তাসকিনের বলে বোল্ড বাবর আজম। পরে হায়দার আলিকে ফেরান শেখ মেহেদী হাসান।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের করা ১২৭ রান টপকাতে গিয়ে প্রথম ৬ ওভারে ২৪ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।
তৃতীয় ওভারে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজ। তার হালকা ভেতরে ঢোকা দারুণ এক বলে স্টাম্প উড়ে যায় রিজওয়ানের। মাটিয়ে কয়েকটি ডিগবাজি খায় ১১ বলে ১১ করা রিজওয়ানের স্টাম্প।
পরের ওভারেই তাসকিন গতির তোপে আনেন সাফল্য। তার বাউন্সারে ব্যাট লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বাংলাদেশ রিভিউ না নেওয়ায় রক্ষা পেয়েছিলেন বাবর। তবে ওই ওভারের শেষ বলেই তাসকিনের বল স্টাম্পে টেনে বোল্ড পাকিস্তান অধিনায়ক। ফিরে যান ১০ বলে ৮ রান করে।
পরের ওভারে উইকেট নেওয়ায় সামিল হন শেখ মেহেদী। রানের খাতা খুলতে না পারা হায়দার আলিকে এলবিডব্লিউ করে দেন তিনি।
৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৩। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে যান শোয়েব মালিকও। মোস্তাফিজের বলটা মিস করেছিলেন তিনি। বল যায় কিপারের হাতে। কিন্তু আলসে ভঙ্গিতে আলত ভঙ্গিতে ক্রিজে ব্যাট নামান তিনি। এর ফাঁকে কিপার নুরুল হাসান সোহান সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙ্গে দেন। পাকিস্তান চলে যায় ব্যাকফুটে।
Comments