লিটনকে ব্যাটিং অর্ডারের আরও উপরে দেখছেন ডমিঙ্গো
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাসল লিটন দাসের ব্যাট। ছয় বছরের টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির পর তিনি পেলেন ফিফটি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হারের পথে থাকলেও দারুণ ছন্দে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটার পেলেন কোচের প্রশংসা। রাসেল ডমিঙ্গো জানালেন, লিটনের উন্নতির গ্রাফ এভাবে চলতে থাকলে ছয়ে বা সাতে নয়, এক বছরের মধ্যে চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করতে পারবেন তিনি।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে জয়ের সুবাস পাচ্ছে সফরকারী পাকিস্তান। ২০২ রানের লক্ষ্য তাড়ায় হাতে ১০ উইকেট নিয়ে জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ৯৩ রান।
এর আগে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৫৭ রানে। সাতে নেমে ৫৯ রান করেন লিটন। তার কল্যাণে লিড দুইশ ছাড়ায় স্বাগতিকদের। ৮৯ বলের ইনিংসে তিনি মারেন ছয়টি চার। প্রথম ইনিংসে ছয় নম্বরে নেমে নান্দনিক ব্যাটিংয়ে ১১৪ রান করেছিলেন লিটন।
সাদা পোশাকে ২৬ ম্যাচের অধিকাংশ ইনিংস লিটন খেলেছেন ছয়ে কিংবা সাতে। তবে এদিনের খেলা শেষে ডমিঙ্গো জানান, শিষ্যকে ব্যাটিং অর্ডারের আরও উপরে দেখছেন তিনি, 'হয়তো আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের জন্য লিটন নতুন চার কিংবা পাঁচ নম্বর ব্যাটার হতে পারবে।'
সবশেষ টেস্টগুলোতে লিটনের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ কোচের মতে, দেরিতে হলেও এই প্রতিভাবান ব্যাটার খুঁজে পেয়েছেন সঠিক পথের দিশা, 'গত ১৮ মাসে লিটনের গড় প্রায় ৬০। মিডল অর্ডারে সে আমাদের জন্য সত্যিই দারুণ কিছু ইনিংস খেলেছে। আমরা তার জন্য একটি ভালো জায়গা খুঁজে বের করেছি। সেটা ছয় বা সাত নম্বরে। এতে লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাট করার মাধ্যমে সে আত্মবিশ্বাসের যোগান পেতে পারে। আমরা জানি যে সে একজন অসাধারণ খেলোয়াড়। টেস্ট ক্রিকেটে নিজের পথ খুঁজে নিতে তার একটু সময় লেগেছে। টেস্টে আমাদের জন্য গত এক বছরে সে বিশাল ইতিবাচক কিছু হিসেবে আবির্ভূত হয়েছে।'
২০২১ সালে ছয় টেস্টে ৫৪.৩০ গড়ে লিটনের সংগ্রহ ৫৪৩ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি তিনি ফিফটি করেছেন পাঁচটি।
Comments