প্রথমবারের মতো টেস্ট দলে নাঈম, ফিরলেন তাসকিন, আছেন সাকিবও
চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই মিরপুর টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে আশার কথা ফিট হয়ে উঠেছেন দেশ সেরা এ অলরাউন্ডার। তাকে নিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অনেকটা নিয়মিত হলেও প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া তাসকিন আহমেদও ফিরেছেন ফিট হয়ে। এছাড়া চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেয়ে কনকাশন সাব হওয়া ইয়াসির আলী রাব্বিও আছেন স্কোয়াডে।
দুই জন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হলেও প্রথম টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। এর আগে চট্টগ্রাম টেস্টের জন্য প্রথমে ১৬ সদস্যের দল ঘোষণা করলেও পড়ে আরও দুইজন অন্তর্ভুক্ত করেছিল বিসিবি। যদিও তাদের কেউই মাঠে নামেননি। এবার স্কোয়াডে বাড়ল আরও দুই খেলোয়াড়।
চট্টগ্রাম টেস্টে দারুণ আশা জাগিয়েও ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশই। তাও ৪৪ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যটা বড় করতে পারেনি তারা। শেষ পর্যন্ত পঞ্চম দিনে এসে হারতে হয় টাইগারদের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর থেকে।
২০ সদস্যের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।
Comments