ধীর পায়ে লক্ষ্যের দিকে এগোচ্ছে পাকিস্তান
লক্ষ্য বড় নয়। কেবল ১২৫ রানের। সেটা তাড়ায় তাড়াহুড়ো করছে না পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ধীর পায়ে এগোচ্ছে তারা। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ডেলিভারিতে তাদের অধিনায়ক বাবর আজম সাজঘরে ফিরলেও তেমন চাপে নেই তারা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। এই প্রতিবেদন লেখার সময়, ১০ ওভারে শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ২৬ বলে ১৯ ও হায়দার আলি ৯ বলে ৫ রানে। হাতে ৯ উইকেট নিয়ে ৬০ বলে তাদের দরকার ৭৯ রান।
পাওয়ার প্লেতে বিনা উইকেটে ২৮ রান তোলে পাকিস্তান। শেখ মেহেদী হাসান-তাসকিন আহমেদ-নাসুম আহমেদদের বল দেখেশুনে খেলেন দুই ওপেনার বাবর ও রিজওয়ান। সপ্তম ওভারে আক্রমণে গিয়ে তাদেরকে আলাদা করেন বিপ্লব। নির্বিষ এক ডেলিভারিতে তিনি ফেরান বাবরকে। নিচু হয়ে যাওয়া বল হাঁকাতে গিয়ে সীমানার কাছে নাঈম শেখের হাতে ধরা পড়েন বাবর। তাতে ভাঙে পাকিস্তানের ৩২ রানের উদ্বোধনী জুটি। সেখানে তার অবদান ২৫ বলে ১৯।
ষষ্ঠ ওভারে বাবরের জোরালো শট ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান পেসার তাসকিন। ফলে প্রথম বল করেই তাকে মাঠ ছেড়ে যেতে হয়। ওই ওভারের বাকিটা সম্পূর্ণ করেন অভিষিক্ত পেসার শহিদুল ইসলাম। বাংলাদেশের ভক্তদের জন্য আশার খবর হলো, শঙ্কা উড়িয়ে মাঠে ফিরেছেন তাসকিন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তুলনামূলক ভালো উইকেটে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ জমা করে বাংলাদেশ। বাঁহাতি ওপেনার নাঈম দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন। তার ৫০ বলের শামুক গতির ইনিংসে ছিল মাত্র ২টি করে চার ও ছক্কা।
নাঈম ১৯তম ওভার পর্যন্ত টিকেও করেন ঢিমেতালে ব্যাটিং। বাকি ব্যাটাররাও পারেননি রানের চাকা সচল করতে। হাতে ৭ উইকেট থাকলেও ডেথ ওভারে দেখা মেলেনি ঝড়ের। মোট ৫৮টি ডট বল খেলার খেসারত দিয়ে সাদামাটা পুঁজিতে আটকে যায় মাহমুদউল্লাহর দল।
এছাড়া, শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ৪ চারে ২২, আফিফ হোসেন ২১ বলে ২ ছক্কায় ২০ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ বলে ১ চারে ১৩ রান করেন। পাকিস্তানের হয়ে পেসার মোহাম্মদ ওয়াসিম ও লেগ স্পিনার উসমান কাদির ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৭ (নাঈম ৪৭, শান্ত ৫, শামীম ২২, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১৩, সোহান ৪, শেখ মেহেদী ৫*, বিপ্লব ৩; নওয়াজ ০/২, দাহানি ১/২৪, ওয়াসিম ২/১৫, রউফ ১/৩২, ইফতিখার ০/১৩, উসমান ২/৩৫)।
Comments