দায় টপ অর্ডারেরই, ‘মানসিক ফিটনেসের প্রয়োজন’ দেখছেন মুমিনুল
দুই ইনিংসেই একই দশা। প্রথম ইনিংসে ৪৯ রানে পড়েছিল ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২৫ রানেই ফিরে যান চার টপ অর্ডার ব্যাটসম্যান। লিটন দাস, মুশফিকুর রহিম, ইয়াসির আলিরা রান করলেও শুরুর এই ধাক্কা আর পুষিয়ে দেওয়া যায়নি। অধিনায়ক মুমিনুল হক বাংলাদেশের হারের দায় দিচ্ছেন টপ অর্ডারকেই। দ্বিতীয় টেস্টের আগে হাতে সময় বেশি না থাকায় মানসিক ফিটনেসের উপর জোর দিচ্ছেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনে গিয়ে বাংলাদেশ ম্যাচ হারে ৮ উইকেটে। অথচ টপ অর্ডার থেকে রান এলে ম্যাচটা হতে পারত ভিন্ন।
টস জিতে ব্যাট করতে গিয়ে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেই জায়গা থেকে লিটন-মুশফিক গড়েন প্রতিরোধ। তাদের ২০৬ রানের জুটিতে ভালোভাবেই খেলায় ফিরেছিল দল। লিটন করেন সেঞ্চুরি, সেঞ্চুরির কাছে যান মুশফিক। বাংলাদেশ জড়ো করে ৩৩০ রান
পরে তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ২৮৬ রানে আটকে ৪৪ রানের লিড পেয়ে যায়। এমন ভাল অবস্থা থেকে ফের দলকে ডোবান টপ অর্ডার ব্যাটাররা। তৃতীয় দিনের বিকালে নেমে ২৫ রানেই পড়ে যায় ৪ উইকেট।
লিটন আবার ফিফটি করেন, মাথায় চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে ইয়াসির গড়েন প্রতিরোধ। তবু পাকিস্তানকে ২০২ রানের বেশি লক্ষ্য দেওয়া হয়নি। পাকিস্তান ২ উইকেট হারিয়েই ওই রান তুলে জিতেছে সহজে।
অধিনায়ক মুমিনুল চার নম্বরে নেমে তিনি দুই ইনিংসে করেন ৬ ও ০ রান। দুই ওপেনার সাদমান ইসলাম, সাইফ হাসান ছিলেন ব্যর্থ, রান পাননি তিনে নামা নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলতে এসে নিজেকেই বেশি দায় দিচ্ছেন অধিনায়ক, 'টপ অর্ডার আমিও আছি। টপ অর্ডারে বাকি সবাই ছিল অনভিজ্ঞ, আমিই একমাত্র ছিলাম ৪০ টার বেশি খেলা। কাজেই দায়টা আমার নিজের উপরই নিচ্ছি।'
ম্যাচের ফারাকও টপ অর্ডারের এই ব্যর্থতাই গড়ে দিয়েছে বলে মত তার, 'অবশ্যই পার্থক্য এখানেই গড়ে দিয়েছে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেই (আসলে ৪৯/৪)। দ্বিতীয় ইনিংসেও ওরকম (২৫/৪)। উপরের যদি এই অবস্থায় হয় তাহলে খেলায় ফেরা কঠিন। উপরে কেউ অবদান রাখলে খেলাটা অন্যরকম হতো।'
দ্বিতীয় টেস্টের আগে এই জায়গা থেকে বের হতে মানসিক শক্তি বাড়ানোর প্রয়োজন দেখছেন বাংলাদেশ অধিনায়ক, 'সোজা বাংলায় যদি বলি এই দুদিনে অনুশীলন খুব বেশি অর্জন করতে পারবেন না। এই দুদিনে অত বেশি চিন্তা না করে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা দরকার। মানসিকভাবে নিজেকে ফিট রাখা। এই বোলারদের বিপক্ষে খেলব সেটার একটা মাইন্ডসেটআপ রাখা। মানসিকভাবে ফিট রাখতে পারলে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো যায়।'
৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট।
Comments