ডমিঙ্গোর কাঠগড়ায় সোহানের ওই শট

Nurul Hasan Sohan
থিতু হয়েও উইকেট ছুঁড়ে দেন নুরুল হাসান সোহান। ছবি: ফিরোজ আহমেদ

মাথায় চোট পেয়ে ইয়াসির আলি চৌধুরী ছিটকে যাওয়ার পর তার বদলি নেমেছিলেন নুরুল হাসান সোহান। দলের অবদান রাখার পাশাপাশি টেস্টে নিজেকে প্রমাণের মঞ্চও ছিল তার। লিটন দাসের সঙ্গে তার জুটিটা জমে উঠার আভাস দিতেই সেই সম্ভাবনা নিজেই নিভিয়েছেন বাজে শটে। সেখান থেকেই খেলার মোমেন্টাম চলে যায় পাকিস্তানের দিকে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতে নিজের সঙ্গে দলকেও ডুবিয়েছেন তিনি।

ইয়াসির মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। দলের ১১৫ রানে তাকেও হারায় দল। তবে এরপর লিটন-সোহান জুটিতে বেশ ভালোভাবেই এগুচ্ছিল বাংলাদেশ। লাঞ্চের পরও শুরুটা ভাল ছিল তাদের।

দুজনের জুটিতে জুতসই লিডের আশা যখন চওড়া তখন ওই ভুল। যখন দলের চাহিদা ছিল টিকে থেকে নিবেদন দেখানো। তখনই অদ্ভুত এক শট খেলেন তিনি।  অফ স্পিনার সাজিদ খানকে পেটাতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন মিড অনে। ভেঙ্গে যায় সপ্তম উইকেটে ৩৮ রানের জুটি।

এরপর টেল এন্ডাররা চলে আসায় বাংলাদেশের ইনিংস স্থায়ী হয় আর মাত্র ২২ বল। শেষ স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাস ৫৯ করে শাহীন আফ্রিদির শিকার হলে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪ রানে শেষ ৪ উইকেট হারিয়ে আচমকা ঘুরে যায় ম্যাচের রঙ।

দিনের খেলা শেষে কথা বলতে এসে বাংলাদেশের কোচ জানান, সোহান নিজের সুযোগ হাতছাড়া করার পাশাপাশি দলকেও করেছেন চরম হতাশ, 'আপনি যদি সোহানকেও জিজ্ঞেস করেন সেও এই শট আবার খেলতে চাইবে না। কোন সন্দেহ নেই সে নিজের সঙ্গে দলকেও ডুবিয়েছে।'

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন শেষে জেতার অনেক কাছে পাকিস্তান। বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলেছে তারা।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

10h ago