‘টি-টোয়েন্টির প্রভাব লিটনের টেস্ট পারফরম্যান্সে পড়বে না’
টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপর্যয়ে যে কজন ক্রিকেটার সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন লিটন দাস তাদের মধ্যে অন্যতম। ব্যাটিংয়ে প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেননি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ছেড়েও হয়েছেন খলনায়ক, বাদ পড়েন টি-টোয়েন্টি দল থেকেও। কিন্তু টেস্ট তিনি নিয়মিত পারফর্মার। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের আশা টি-টোয়েন্টির প্রভাব পড়বে না টেস্টে।
২০২০ সালের জানুয়ারি থেকে ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলতেই ছিলেন লিটন। এই ৭ টেস্টে ৪৪.০৯ গড়ে করেছেন ৪৮৫। আছে ৫ ফিফটি। দুবার গিয়েছিলেন সেঞ্চুরির কাছে। উইকেটকিপিং করার পাশাপাশি টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সাত নম্বর নামেন লিটন। দলের গুরুত্বপূর্ণ সময়ে প্রতি ম্যাচেই তার ব্যাট থেকে আসছে রান।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল জানান, টেস্টের লিটন আলাদা, বিশ্বকাপ ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতাও ঝেড়ে ফেলেছেন তিনি, 'লিটনের বেলায় যেটা বলব টি-টোয়েন্টি আর টেস্টে কিন্তু অনেক তফাৎ আছে। আপনারা যদি বারবার টেস্টের বেলায় টি-টোয়েন্টি নিয়ে আসেন তাহলে ব্যাপারটা কঠিন হয়ে যায় আমার জন্য। আমার মনে হয় ও নিজে নিজে জিনিসটা ওভারকাম (বিশ্বকাপ ব্যর্থতা) করে ফেলেছে এতদিনে।'
টেস্টে ছন্দে থাকা লিটন যাতে টি-টোয়েন্টির ফর্মহীনতার প্রভাবে না পড়েন, মানসিকভাবে যাতে চাঙ্গা থাকেন তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান মুমিনুল, 'গত এক বছর যদি ওর টেস্টে গড় দেখেন অলমোস্ট ৪৫ থেকে ৫০ গড়। আমার মনে হয় না এই জায়গায় টি-টোয়েন্টির কোন প্রভাব এখানে পড়বে। দলের সবাই ওকে সমর্থন করছে, মানসিকভাবেও এখন সে তাজা আছে।'
Comments