টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। স্বাগতিক দলের হয়ে অভিষেকের স্বাদ পাচ্ছেন ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
শুক্রবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল দশটায়।
টস জেতার পর ব্যাটিং বেছে নিতে দুবার ভাবেননি মুমিনুল। তার মতে, উইকেটের চেহারা বলছে তা সাহায্য করবে ব্যাটারদের। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও জানিয়েছেন, টস ভাগ্য নিজেদের দিকে এলে ব্যাটিং নিতেন তিনি।
সাত ব্যাটার ও চার বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে আছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।
চোটের কারণে বাংলাদেশ পায়নি দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। অবসর নেওয়ায় নেই মাহমুদউল্লাহ। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজাকে থাকতে হচ্ছে অভিষেকের অপেক্ষায়।
সফরকারী পাকিস্তানের জার্সিতেও টেস্ট অভিষেক হচ্ছে এক ক্রিকেটারের। তিনটি টি-টোয়েন্টি খেলা ব্যাটার আবদুল্লাহ শফিককে রাখা হয়েছে একাদশে। ফলে জায়গা হয়নি ওপেনার ইমাম-উল-হকের।
এই টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের পথচলা শুরু হচ্ছে।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ:
আবিদ আলি, আবদুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নুমান আলি, হাসান আলি, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি।
Comments