টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, জয়ের অভিষেক
মিরপুরে দ্বিতীয় টেস্টে টসে জয়লাভ করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ একাদশে একাধিক বদলের সম্ভাবনা ছিল, অনুমিতভাবেই এসেছে তিন বদল। টাইফয়েডে ছিটকে পড়া ওপেনার সাইফ হাসানের জায়গায় বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের।
চট্টগ্রাম টেস্টে বাজে বল করা পেসার আবু জায়েদ রাহির জায়গায় এসেছেন সৈয়দ খালেদ আহমেদ। সাকিব আল হাসান ফেরায় চট্টগ্রামে দারুণ ব্যাট করেও বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী।
মিরপুরের উইকেট সাধারণত হয় মন্থর ও টার্নিং। তবে উপমহাদেশের দল বলে পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। একাদশেও পেস-স্পিনের সমন্বয় রাখল বাংলাদেশ। দুই পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার। অর্থাৎ পাঁচটি বোলিং অপশন থাকছে স্বাগতিকদের।
চট্টগ্রামে জয়ী একাদশে কোন বদল আনেনি পাকিস্তান। দুই বিশেষজ্ঞ পেসারের সঙ্গে আছেন একজন পেস অলরাউন্ডার। থাকছেন দুই স্পিনার। এই সিরিজে তিন টি-টোয়েন্টির সবগুলোতেই টসে জিতেছিল বাংলাদেশ, প্রথম টেস্টেও টস কথা বলে বাংলাদেশের হয়েছে। তবে টস পক্ষে এলেও ম্যাচের ফল আসেনি পক্ষে। এবার টসও গেল পাকিস্তানের পক্ষে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমদ, ইবাদত হোসেন।
পাকিস্তান একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলি, সাজিদ খান, নোমান আলি, শাহীন শাহ আফ্রিদি।
Comments