টস জিতে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ, শহিদুলের অভিষেক
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচ হলেও পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রাপ্তির খাতায় যোগ হওয়ার আছে অনেক কিছু। অন্তত টানা হারের বৃত্ত ভাঙার স্বস্তি নিশ্চয়ই পেতে চাইবে স্বাগতিকরা। সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের শুরুটা হয়েছে ভালো। টানা তৃতীয় ম্যাচে টসে জিতেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি আবারও আগে বেছে নিয়েছেন ব্যাটিং। বাংলাদেশের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের স্বাদ পেতে যাচ্ছেন ডানহাতি পেসার শহিদুল ইসলাম।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরু দুপুর দুইটায়।
বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সাইফ হাসান। তার পরিবর্তে ঢুকেছেন স্পিন অলরাউন্ডার শামীম পাটোয়ারী। চোটের কারণে খেলতে পারছেন না দুই বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও শহিদুলকে। এই ম্যাচের আগে হঠাৎ করেই বাংলাদেশের স্কোয়াডে ডাকা হয়েছিল বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বিকে। কিন্তু তাদেরকে বিবেচনা করা হয়নি। উপেক্ষিত থেকে গেছেন শুরু থেকে স্কোয়াডে থাকা ডানহাতি ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বিও।
সিরিজ আগেই ঘরে তোলা নিশ্চিত করা পাকিস্তান তাদের একাদশে এনেছে চারটি পরিবর্তন। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার শাহনেওয়াজ দাহানির। তার পাশাপাশি ফেরানো হয়েছে সরফরাজ আহমেদ, ইফতিখার আহমেদ ও উসমান কাদিরকে। একাদশের বাইরে চলে গেছেন ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান। একমাত্র সন্তানের অসুস্থতার কারণে খেলছেন না শোয়েব মালিক। এই ম্যাচ শুরুর আগেই দুবাইয়ের ফ্লাইট ধরেছেন তিনি। সেখানেই থাকেন তার স্ত্রী সানিয়া মির্জা ও সন্তান।
বাংলাদেশ একাদশ:
নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।
পাকিস্তান একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
Comments