‘কাজ না হলে মানুষ বদলাতে হবে’
টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা খুবই নাজুক। বিশেষ করে ওপেনিং জুটির বেহাল দশা পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই আবার দেখা গেছে। দুই অনভিজ্ঞ ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান নিজেদের মেলে ধরতে পারেননি। অধিনায়ক মুমিনুল হকের মতে, কাজ না হলে মানুষ পরিবর্তনের চিন্তার কথা ভাবতে হবে তাদের।
ওপেনিংয়ে সাদমানের অভিজ্ঞতা ৯ টেস্টের, সাইফ খেলেছেন ৬ষ্ঠ টেস্ট। এই টেস্টের আগে তিনে নামা নাজমুল হোসেন শান্ত খেলেছেন ১০ টেস্ট।
শান্ত এই টেস্টে ব্যর্থ হলেও গত বছরখানেক ধরে টেস্টে ভাল খেলছেন। সাদমান জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছেন এক সেঞ্চুরি। সাইফের অবস্থা বেশ নাজুক
৬ টেস্টে তার গড় ১৪.৪৫। রান তো পাচ্ছেনই না, ক্রিজে যতক্ষণ থাকছেন তাক দেখে মনে হয়েছে আনকোরা। শর্ট বলের বিপক্ষে দুর্বলতা প্রকাশ পেয়েছে দৃষ্টিকটুভাবে, টেকনিকের অন্য সব দিকও ভাবনার জায়গা তৈরি করেছে।
তামিম ইকবাল না থাকলে ওপেনিংয়ে ঘাটতি পূরণে আরও বিকল্পের দিকে তাকানো যায় কিনা, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ টেস্ট অধিনায়কের আভাস, বদলের চিন্তা আছে জোরালো, দরকার হলে বিবেচনায় আসবেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞরা, 'আপনার অফিসে কাজ করছেন কিন্তু কোনো জুনিয়র কোনো কাজ করতে না পারে তাহলে অবশ্যই আপনার তো মানুষ পরিবর্তন করতে হবে। যদি ওদের দিয়ে কাজ করাতে না পারেন তাহলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। আপনি যা বলছেন তার সঙ্গে একমত। কাজ না করলে অভিজ্ঞদের দিয়ে কাজ করাতে হবে। আমার কাছে মনে হয় ওভাবে চিন্তা করা উচিত।'
Comments