ওপেনার হিসেবেই বিবেচনায় জয়
দীর্ঘ পরিসরে এমনিতে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবেই খেলেন মাহমুদুল হাসান জয়। ৫০ ওভারের ক্রিকেটে তাকে অবশ্য তিন নম্বরে খেলতে দেখা যায়। কিন্তু এই ডানহাতি তরুণ ব্যাটসম্যানকে টেস্ট দলে ওপেনার হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াডে নিয়মিত ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানালেন, দলে নতুন আসা জয়ও ওপেনিংয়েরই বিবেচনায়।
অনুশীলনেই অবশ্যই সেই আভাস পাওয়া গেছে। বুধবার দলের আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিনে পাশাপাশি নেটে শুরুতেই নেমেছিলেন সাদমান ও জয়।
জয়কে নতুন বল, পুরনো বলে আলাদাভাবে কাজ করতে দেখা যায়। দিনশেষে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও এই তরুণকে নিয়ে কাজ করেছেন।
বৃহস্পতিবারও বদলায়নি এই ছবি। এবার সাদমান আলাদা নেট ব্যাট করলেও একই নেটে পরখ করেছেন কোচ রাসেল ডমিঙ্গো।
জিম্বাবুয়েতে সর্বশেষ টেস্টেও সেঞ্চুরি আছে সাদমানের। তার জায়গা তাই পাকা। সাদমানের সঙ্গী হিসেবে জয় ও সাইফের যেকোনো একজনকে দেখা যেতে পারে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বেশ নড়বড়ে দেখা গেছে সাইফকে।
দলে আসা জয় জাতীয় লিগে তিন ম্যাচে করেছেন দুই সেঞ্চুরি। আরেকটিতেও গিয়েছিলেন সেঞ্চুরির কাছে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুমিনুল জানালেন, জয় খেলেলে সাইফের জায়গাতেই নামবেন, 'জয়কে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসেবেই আমরা নিয়েছি আপাতত। যদি খেলে ওপেনার হিসেবেই খেলবে মনে হলো।'
Comments