এবারও সবার আগে এসে মুশফিকের বাড়তি খাটুনি
নিজেকে প্রস্তুত করতে মুশফিকুর রহিমের নিবেদনে কোন প্রশ্ন নেই। বরাবরই তাকে বাড়তি খাটতে দেখা যায়। টি-টোয়েন্টি দল থেকে 'বাধ্যতামূলক' বিশ্রাম পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার টেস্টের আগে নিজেকে প্রস্তুত করতে কমতি রাখলেন না কোন কিছুই।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুর দেড়টা থেকে। তার ঠিক এক ঘণ্টা আগে একাই মাঠে প্রবেশ করেন মুশফিক।
দুজন সাপোর্ট স্টাফকে সঙ্গে এনে তাদের নিয়ে থ্রো ডাউনে ব্যাট করেন টানা ২৯ মিনিট। এরপর কয়েকটি নির্দিষ্ট শটের অনুশীলন করতে দেখা যায় তাকে। ভেতরে ঢোকা বলে সুইপ শটে ঝালাই করেছেন আরও ২০ মিনিট।
এরপর একাই দেখতে গেলেন উইকেট। তখনো দলের বাকিরা আসেননি। উইকেটের চেহারা দেখে সেখানে দাঁড়িয়েই শ্যাডো করে বেরিয়ে যান। এরপর দলের নিয়মিত অনুশীলনে যথারীতি গা গরমের ভলিবল, ফিল্ডিং অনুশীলন ও পরে আবার ব্যাট করতে দেখা যায় তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার কাছাকাছি পারফর্ম করতে না পারায় এই সংস্করণে তার জায়গা নড়ে যায়। তিনি নিজে না চাইলেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে পাঠানো। তিনি নিজে যেটা বাদ পড়া হিসেবেই দেখছেন। এই নিয়ে কয়েকটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে বিসিবির তলবে ব্যাখ্যাও দিতে হয়েছে তাকে।
সব মিলিয়ে বাংলাদেশের অভিজ্ঞতম এই ক্রিকেটার আছেন চাপে। তবে টেস্টে মিডল অর্ডারে তার ব্যাটের দিকেই বড় ভরসা নিয়ে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
গত পাঁচ টেস্ট ধরে বড় রান না পেলেও তার ব্যাট থেকে কমবেশি রান আসছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসান না থাকায় সিনিয়র তারকাদের মধ্যে আছেন তিনিই। সব মিলিয়েই মুশফিক থাকছেন আলাদা নজরে।
Comments