ইনিংস বড় করতে না পারার আক্ষেপ শান্তর

Najmul Hossain Shanto
৪০ রানের ইনিংসের পথে নাজমুল হোসেন শান্ত। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ম্যাচে ইতিবাচক অ্যাপ্রোচ নিয়ে নেমেও টাইমিংয়ের গড়বড়ে ভুগতে হয় নাজমুল হোসেন শান্তকে। এদিন শুরু থেকেই টাইমিং পেলেন, থিতু হলেন সাবলীলভাবে। তার ব্যাটে ছিল আশার ছবি। কিন্তু কাজটা থেকে গেল অসমাপ্ত। রান পেয়েও শান্ত তাই পুড়ছেন আক্ষেপে।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪০ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।

প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৬৪। যার ৩৪ রানই ছিল শান্তর। প্রথম ম্যাচ থেকেও বড় পুঁজি আশা যখন ঝলমলে তখনই থেমে যান শান্ত।

লেগ স্পিনার শাদাব খানের বলে ড্রাইভ করতে গিয়ে বোলারের হাতেই দেন ক্যাচ। এরপর উলটো পথে গিয়ে বাংলাদেশ আর তুলতে পারেনি বেশি রান। ২০ ওভার খেলে জড়ো করে কেবল ১০৮ রান। ১১ বল আগেই যা পেরিয়ে ৮ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান। 

ম্যাচ শেষে দলের হয়ে কথা বলতে এসে আক্ষেপ ঝরল শান্তর কণ্ঠে,  'আমার কাছে মনে হয় আমি যদি আরেকটু বড় ইনিংস খেলতে পারতাম তাহলে হয়তো দল আরেকটু ভালো অবস্থায় যেতো। আমার মনে হয় না জয়ের মত স্কোর করতে পেরেছি আমরা। তবে আমি যদি ৭০ করতে পারতাম তাহলে হয়তো দলের স্কোর ১৫০-১৬০ রানের মত হতে পারতো।'

প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ১২৭ রান। এদিন ১৯ রান কম এসেছে। তবু শান্তর মতে উইকেট ছিল আগের দিনের চেয়ে ভালো,  'আজকে আগেরদিনের থেকে ভালো উইকেট ছিল। আজ হয়তো স্পিনারদের কিছু বল কখনো কখনো গ্রিপ করছিল। পেস বলেও কখনো বাড়তি বাউন্স হচ্ছিল। তবে তুলনামূলক আগের ম্যাচের থেকে এই ম্যাচের উইকেট ভালো ছিল।'

প্রথম দুই ম্যাচেই অল্প পূঁজি নিয়েও বোলিং ছিল জুতসই। শান্ত মনে করছে ব্যাটাররা নিজেদের আরেকটু নিংড়ে দিতে পারলে জমত, 'আমরা আরেকটু ভালো ব্যাটিং করলে ম্যাচ গুলো আরেকটু কম্পিটেটিভ হতে পারতো।'

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago