অনুশীলন সেরে সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন সাকিব
চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফেরা সাকিব আল হাসান কোভিড নেগেটিভ ফল নিয়ে সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। বলয়ে প্রবেশের আগে বৃহস্পতিবার সকালে অবশ্য একা একা অনুশীলন সারেন তিনি।
দ্বিতীয় টেস্ট সামনে রেখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দলের অনুশীলন। সাকিব মাঠে আসে সকাল ১১টায়। এরপর নেট বোলারদের নিয়ে একাই ব্যাটিং অনুশীলন করেন তিনি।
বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, কোভিড-১৯ পরীক্ষার ফল না আসা পর্যন্ত এর বিকল্পও ছিল না সাকিবের। সেই ফল আসতে অবশ্য দেরি হয়নি। দুপুরেই জানা যায় প্রত্যাশিতভাবে কোভিড-১৯ নেগেটিভ আছেন শীর্ষ এই অলরাউন্ডার। এরপরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব। বিকেলে তাকে মূল মাঠে রানিং করতে দেখা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা প্রস্তুতিতে দেখা যায় এই তারকাকে।
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুই ম্যাচ খেলা হয়নি সাকিবের। এরপর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। এই চোটের কারণেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে তাকে না পাওয়ার কথা জানায় বিসিবি।
প্রথম টেস্ট চলাকালীন এই তারকা মাস্কো-সাকিব একাডেমিতে গিয়ে চালান অনুশীলনই। তখনই আঁচ পাওয়া যায় দ্বিতীয় টেস্টে তার ফেরার কথা। অনুমিতভাবে তাকে দলে রেখেই দেওয়া হয় স্কোয়াড।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেললেও ব্যক্তিগত কারণে সাকিব নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না বলে জানা গেছে।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে এরমধ্যে সিরিজে পিছিয়ে আছে মুমিনুল হকের দল।
Comments