বাংলাদেশ আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে খেলতে হয়: বাভুমা
কোনো অঘটন নয়, তিন বিভাগে দুর্দান্ত খেলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের উল্লাস করেছে বাংলাদেশ। স্বাগতিক ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমাও কোনো দ্বিমত করেননি। তার সরল স্বীকারোক্তি, টাইগারদের খেলার মানের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেননি তারা।
সেঞ্চুরিয়নে বাংলাদেশ রচনা করেছে নতুন ইতিহাস। আগের দিন বুধবার সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারানোর নজির গড়েছে তারা। তিন ম্যাচের লড়াইয়ে টাইগাররা জিতেছে ২-১ ব্যবধানে।
পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করেছে প্রোটিয়ারা। কিন্তু চিরচেনা কন্ডিশনেও তামিম ইকবালের নেতৃত্বাধীন দলের কাছে কুপোকাত হয়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও সিরিজজুড়ে বাংলাদেশের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ছিল অসাধারণ।
তৃতীয় ম্যাচে ৯ উইকেটে হেরে সিরিজ খোয়ানোর পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে বাভুমা বলেছেন, সব দিক থেকেই এগিয়েছিল বাংলাদেশ, 'আমি মনে করি, বাংলাদেশ আমাদের তুলনায় ভালো খেলেছে। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং দিয়েও তারা আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে খেলতে হয়। (এই ভেন্যুতে) আগের ম্যাচেও তারা দেখিয়েছে যে ব্যাটিংয়ে তারা কত দক্ষ। আমরা তাদের মানের সঙ্গে পাল্লা দিতে পারিনি। আমাদের আরও অনেক কাজ করতে হবে এবং একেবারে মৌলিক বিষয়গুলোতে ফিরতে হবে। এই সিরিজে আমরা স্রেফ উড়ে গেছি।'
গত জানুয়ারিতে ওয়ানডে সিরিজে ভারতকে নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তাদের সেরাটা মেলে ধরতে পারেননি বলেও দাবি করেছেন বাভুমা, 'ভারতের বিপক্ষে সিরিজে আমরা খুবই উঁচু পর্যায়ের তাড়না ও নিবেদন নিয়ে খেলেছিলাম। এই সিরিজে আমরা সেটার ধারেকাছেও ছিলাম না। এটা কি আত্মতুষ্টিতে ভোগার কারণে নাকি (বাংলাদেশের বিপক্ষে সহজেই জয়ের) অনেক বেশি প্রত্যাশার কারণে ঘটেছে, আমি নিশ্চিত না। আমি কেবল এটাই বলতে পারি যে তিন ম্যাচের এই সিরিজে আমরা যথেষ্ট ভালো খেলিনি।'
Comments