টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তামিম ইকবালের। টাইগার ওয়ানডে দলের অধিনায়ক হেরেছেন টস। জিতে আগে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। ফলে সফরকারী বাংলাদেশকে আগে নামতে হবে ব্যাটিংয়ে।
শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।
আকাশে রয়েছে মেঘের আনাগোনা। তাই বোলিং বেছে নিতে কোনো দোটানায় ছিলেন না বাভুমা। টস জিতলে তামিমও নিতেন একই সিদ্ধান্ত। তবে আগে ব্যাট করা নিয়েও অভিযোগ নেই তার।
বাংলাদেশের একাদশে আসেনি কোনো বদল। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে সবশেষ ওয়ানডের দল নিয়ে খেলতে নেমেছে লাল-সবুজ জার্সিধারীরা।
কুইন্টন ডি কক নেই দক্ষিণ আফ্রিকার একাদশে। দেশটির ক্রিকেট বোর্ড (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক অসুস্থতা থেকে তিনি এখনও সেরে ওঠেননি। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি খেলার মতো ফিট কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে। ডি ককের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন কাইল ভেরেইনা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে একটিতেও জিততে পারেনি টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কাইল ভেরেইনা, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি।
Comments