‘আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল না’

Tamim Iqbal
ফাইল ছবি

জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাড়তি বাউন্সে নাকাল হতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে মেহেদী হাসান মিরাজ মনে করেন, এটা মূলত তাদের বাস্তব ছবি নয়, তারা শর্ট বলে দুর্বল না। ব্যাটসম্যানদের নাজেহাল হওয়ার মূল কারণ অসমান বাউন্স। 

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বেছে খেলতে নেমে ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদির শর্ট বল থেকেই আসে ৪ উইকেট।

লেন্থ থেকে লাফানো বল হতভম্ব হয়ে উইকেট বিলিয়ে দেন তামিম ইকবাল, ইয়াসির আলি রাব্বিরা। অলরাউন্ডার মিরাজের মতে ওইদিন তারা দ্বিধায় পড়েছিলেন উইকেটের আচরণে। বাউন্স সমান থাকলে শর্ট বল খেলতেও সমস্যায় পড়তেন না তারা,  'শর্ট বল যেটা বললেন- পেছনের বল যদি অনেক উপরে যায়, আরেকটা বল একই জায়গা থেকে যদি নেমে যায় তাহলে ব্যাটসম্যানদের জন্য কঠিন। শর্ট বলে আমাদের ব্যাটসম্যানরা অনেক দুর্বল এটা বলব না।'

প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে উইকেট ছিল সমান বাউন্সের। লেন্থ থেকে খুব একটা লাফাতে দেখা যায়নি। সেই ম্যাচে বাংলাদেশ ৩১৪ রান করে ম্যাচ জেতে ৩৮ রানে। মিরাজ মনে করিয়ে দিলেন বাউন্স সমান থাকলে শর্ট বল সমস্যার কারণ নয়,  'আমরা তো প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে অনেক ভাল ক্রিকেট খেলেছি।  (ইয়াসির আলি) রাব্বি অনেক মেরেছে, সাকিব ভাই মেরেছে। সবাই ভাল খেলেছে। লিটন দা, তামিম ভাই রান পেয়েছে। উইকেট যদি সমান বাউন্সের থাকে তাহলে কিন্তু শর্ট বল সহজ হয়ে যায়।  উইকেটে যদি একই লেন্থ থেকে আপ-ডাউন থাকে, একটা বল যদি মাথার উপর দিয়ে যায়, আরেকটা নিচে হয় ব্যাটসম্যানরা দ্বিধায় পড়ে যায়।'

'আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল না। ওটা নিয়ে আমরা চিন্তিত না। সবাই ভাল খেলেছে। পরের ম্যাচে কীভাবে বল করতে পারি সবাই এই পরিকল্পনা করছে।'

সেঞ্চুরিয়নে বুধবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া স্বাগতিকরা নিশ্চিতভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা ধরে এগুতে চাইবে।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus asked the executives to maintain transparency in businesses

51m ago