লেভানদভস্কির দলবদল নিয়ে বায়ার্নের সঙ্গে বার্সার নীতিগত চুক্তি
লম্বা সময় ধরে চলতে থাকা গুঞ্জনের ইতি ঘটল! চরম নাটকীয় পরিস্থিতির অবসান হলো! রবার্ত লেভানদভস্কির দলবদলের ব্যাপারে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে নীতিগত চুক্তি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগে তারকা পোলিশ স্ট্রাইকারকে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই পাকাপাকিভাবে স্প্যানিশ পরাশক্তি বার্সার খেলোয়াড় হয়ে যাবেন তিনি।
বিশ্বস্ত সূত্রের বরাতে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম শনিবার জানায়, ইতোমধ্যে লেভানদভস্কির স্পেনে যাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে মিলেছে তাদের প্রতিবেদনের সত্যতা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে বার্সেলোনা। সেখানে কাতালানরা লেভানদভস্কিকে দলে টানার জন্য বায়ার্নের সঙ্গে নীতিগত চুক্তির কথা নিশ্চিত করেছে। তিনি মেডিক্যাল পরীক্ষায় উতরে গেলে এবং দলবদলের জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করলে আসবে চুক্তির চূড়ান্ত ঘোষণা।
৩৩ বছর বয়সী লেভানদভস্কিকে দলে টানতে কী পরিমাণ অর্থ খরচ হচ্ছে তা জানায়নি বার্সেলোনা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ট্রান্সফার ফি হিসেবে বায়ার্নকে ৫০ মিলিয়ন ইউরো দিতে হবে তাদের। আর্থিক দৈন্যদশায় থাকা বার্সার এমন বড় অঙ্কের ব্যয় নিঃসন্দেহে কৌতূহল জাগানিয়া।
বার্সায় যোগ দেওয়ার জোরালো গুঞ্জনের মাঝে বায়ার্নের সতীর্থদের সঙ্গে এদিন অনুশীলন করেন লেভানদভস্কি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, এদিন বাভারিয়ানদের হয়ে শেষবারের মতো প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছেন তিনি। জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের কোচ ইউলিয়ান নাগেলসমানের সঙ্গে লম্বা সময় আলাপ করতে দেখা গেছে তাকে। সতীর্থদের সঙ্গেও নানা বিষয়ে কথা বলেছেন তিনি। অনুশীলনে তারা লেভানদভস্কিকে উদ্দেশ্য করে করতালিও দিয়েছেন।
লেভানদভস্কি বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে জার্মানির সফলতম ক্লাব বায়ার্নে যোগ দেন ২০১৩ সালে। তাদের পক্ষে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে করেছেন ৩৪৪ গোল। বহু ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লেভা উপভোগ করেছেন বিপুল দলীয় সাফল্য। বায়ার্নের জার্সিতে আটটি বুন্দেসলিগা, তিনটি জার্মান কাপ এবং একটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে আরও অনেক শিরোপা আছে তার নামের পাশে।
Comments