ট্রান্সফার লাইভ: লেভানদভস্কিকে পেতে খরচের অঙ্ক বাড়াবে না বার্সা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
লেভানদভস্কির জন্য ৪০ মিলিয়নের বেশি খরচ কবে না বার্সেলোনা
রবার্ত লেভানদভস্কিকে পেতে খরচের অঙ্ক আর বাড়াবে না বার্সেলোনা। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার বরাতে স্প্যানিশ গণমাধ্যম এএস এমন খবর জানিয়েছে। সবশেষ প্রস্তাবে পোলিশ স্ট্রাইকারের জন্য বায়ার্ন মিউনিখকে ৪০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছে বার্সা। লেভানদভস্কির এজেন্ট পিনি জাহাভি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পাদনের জন্য। তবে বায়ার্ন আরও বেশি অর্থ দাবি করছে।
পিএসজিতে নেইমারের চুক্তির মেয়াদ বাড়ল
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, পিএসজিতে নেইমারের চুক্তির মেয়াদ বেড়েছে। ফলে আগামী ২০২৭ সাল পর্যন্ত তিনি থাকবেন ফরাসি ক্লাবটিতে। বর্তমান চুক্তিতে থাকা একটি বিশেষ শর্ত আগের দিন (১ জুলাই) কার্যকর করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে তার আগামী মৌসুমে দল পাল্টানোর গুঞ্জন নতুন মোড় নিয়েছে। কারণ, শর্ত কার্যকরের মাধ্যমে নেইমার বুঝিয়ে দিয়েছেন যে তিনি পিএসজিতে থাকতে চান।
৫২ মিলিয়ন ইউরোতে স্টার্লিংকে পাওয়ার আরও কাছে চেলসি
ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিংকে পাওয়ার আরও কাছে পৌঁছে গেছে চেলসি। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল। ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে চেলসি। ধারণা করা হচ্ছে, স্টার্লিংয়ের জন্য ৫২ মিলিয়ন ইউরো খরচ করতে হবে তাদের। এতে সম্মতি রয়েছে সিটিজেনদের।
Comments