ট্রান্সফার লাইভ: ফ্রি এজেন্ট দিবালাকে পেতে মরিয়া ইন্টার মিলান
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
দিবালাকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইন্টার মিলান
ইতালিয়ান সিরি আর ক্লাব জুভেন্তাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া পাওলো দিবালাকে পেতে মরিয়া হয়ে উঠেছে একই দেশের ইন্টার মিলান। গত সপ্তাহ ধরে আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে তারা। প্রখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, লন্ডনে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার 'লা ফিনালিসিমা' ম্যাচের আগে ও পরে ইন্টারের সহ-সভাপতি হাভিয়ের জানেত্তি সরাসরি কথা বলেছেন দিবালার সঙ্গে। এছাড়া, দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিউসেপ্পে মারোত্তা কয়েক দিন আগে বলেছিলেন, 'আশা করছি, সে আমাদের সঙ্গে যোগ দেবে।' চুক্তি না থাকায় ২৮ বছর বয়সী দিবালা এখন ফ্রি এজেন্ট। অর্থাৎ কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে সান সিরোতে টানতে পারবে ইন্টার।
আকেকে ক্লাব ছাড়ার বার্তা দিল ম্যানচেস্টার সিটি
নেদারল্যান্ডসের সেন্টার-ব্যাক নাথান আকে আগামী মৌসুমে যেতে পারেন নতুন ঠিকানায়। ব্রিটিশ গণমাধ্যম টকস্পোর্ট জানিয়েছে, ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ বলেছে, তিনি চাইলে ক্লাব ছাড়তে পারেন। ২৭ বছর বয়সী এই ফুটবলার সবশেষ ২০২১-২২ মৌসুমে সিটিজেনদের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মাত্র ১০টি ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। সৌদি আরব সরকারের সার্বভৌম সম্পদ তহবিলের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের মালিকানাধীন নিউক্যাসল ইউনাইটেড আকেকে পেতে আগ্রহী। তাদের কোচ এডি হাওয়ের অধীনে এর আগে বোর্নমাউথের হয়ে খেলেছিলেন আকে।
বার্সেলোনার লংলেকে ধারে নিতে চায় টটেনহ্যাম
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনার ক্লেমোঁ লংলেকে লক্ষ্যবস্তু বানিয়েছে টটেনহ্যাম হটস্পার। তবে পাকাপাকিভাবে তাকে এখনই নিতে চায় না ইংলিশ ক্লাবটি। ফরাসি এই সেন্টার-ব্যাককে দুই মৌসুমের জন্য ধারে দলে টানতে আগ্রহী তারা। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে লা লিগার বর্তমান নিয়ম। কোনো ফুটবলারকে কেবল এক মৌসুমের জন্য ধারে খেলার অনুমতি দিয়ে থাকে তারা। বার্সা অবশ্য লংলের জন্য লিগের নিয়ম শিথিল করার চেষ্টা ও আলোচনা চালিয়ে যাচ্ছে।
লিভারপুলের ওরিগির সঙ্গে চুক্তির খুব কাছে এসি মিলান
বেলজিয়ান ফরোয়ার্ড ডিভক ওরিগি লিভারপুল ছেড়ে এসি মিলানে যোগ দেওয়ার খুব কাছে রয়েছেন। তার জন্য চুক্তিপত্র তৈরির কাজ শেষ করে ফেলেছে ইতালিয়ান সিরি আর শিরোপাধারীরা। এখন অপেক্ষা কেবল আগামী কয়েক দিনের মধ্যে ওরিগির মিলানে উড়ে গিয়ে মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। এছাড়া, ফরাসি ক্লাব লিলে খেলা পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেসকে পেতেও আলোচনা চালিয়ে যাচ্ছে মিলান।
Comments