ট্রান্সফার লাইভ: সাত ফুটবলারকে ছেড়ে দিল লিভারপুল
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
সাত ফুটবলারকে ছেড়ে দিল লিভারপুল
সাত ফুটবলারকে ছেড়ে দিল ইংলিশ ক্লাব লিভারপুল। অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে চূড়ান্ত তালিকা দিয়েছে অলরেডরা। সেখানে উল্লেখযোগ্য নাম হলো বেলজিয়ান স্ট্রাইকার ডিভক ওরিগি ও জার্মান গোলরক্ষক লরিয়াস ক্যারিয়াস। বাকিরা হলেন শেয়ি ওহো, বেন উডবার্ন, এলিজাহ ডিক্সন-বনার, লুইস লংস্টাফ ও শন উইলসন। এই সাত জনকে বিনা ট্রান্সফার ফিতে দলে টানতে পারবে আগ্রহী ক্লাবগুলো। ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমে ওরিগি যোগ দেবেন ইতালিয়ান সিরি আর শিরোপাধারী এসি মিলানে।
ডি ইয়ংকে পেতে ইউনাইটেডের ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব
সাবেক কোচ এরিক টেন হাগের সঙ্গে আবার জুটি বাঁধতে পারেন ফ্রেঙ্কি ডি ইয়ং। দুজনে আগে একসঙ্গে ছিলেন নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স আমস্টারডামে। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া টেন হাগ বার্সেলোনার মিডফিল্ডার ডি ইয়ংকে বোঝানোর চেষ্টা করছেন ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমানোর জন্য। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ডি ইয়ংয়ের জন্য বেতন ও বোনাস মিলিয়ে ৮০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজী ইংলিশ ক্লাব ইউনাইটেড। বার্সেলোনার কাছে ইতোমধ্যে সেই প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা।
রিচার্লিসন যেতে চান চেলসি, রিয়াল অথবা পিএসজিতে
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন ছাড়তে চান এভারটন। ইতোমধ্যে নিজের ইচ্ছার কথা ইংলিশ ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন তিনি। তার চাওয়া রিয়াল মাদ্রিদ, চেলসি কিংবা পিএসজির মতো কোনো পরাশক্তিতে যোগ দেওয়ার। তবে আর্সেনালে পাড়ি জমানোয় আগ্রহী নন তিনি।
আর্সেনাল ছেড়ে লিওঁতে ফিরলেন লাকাজেত
বিনা ট্রান্সফার ফিতে আর্সেনাল ছেড়ে অলিম্পিক লিওঁতে ফিরেছেন ফরাসি স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের দলটি। লিওঁর সঙ্গে তিন বছরের জন্য চুক্তি হয়েছে লাকাজেতের। ২০১৭ সালে লিঁও ছেড়েই আর্সেনালে যোগ দিয়েছিলেন তিনি। গানারদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৬ ম্যাচে ৭১ গোল করেন তিনি।
ম্যান সিটি ছেড়ে বার্সায় যেতে আগ্রহী বার্নার্দো
বার্সেলোনার সঙ্গে বার্নার্দো সিলভার নাম সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জড়াচ্ছে গাঢ়ভাবে। স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, পর্তুগিজ মিডফিল্ডার ম্যানচেস্টার সিটি ছাড়তে তৈরি। নিজের ভবিষ্যৎ নিয়ে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলার সঙ্গে তার একটি বৈঠকে বসার কথা রয়েছে। বার্নার্দো সেখানে ইতিহাদ স্টেডিয়ামকে বিদায় বলে নতুন কোথাও চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছার কথা গার্দিওলাকে জানিয়ে দেবেন।
Comments