ট্রান্সফার লাইভ: ডি ইয়ংকে দলে নেওয়ার দৌড়ে নাম লেখাল চেলসি
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ডি ইয়ংকে দলে টানার দৌড়ে নাম লেখাল চেলসি
বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে টানার আশা শেষ পর্যন্ত পূরণ না-ও হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের। নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে নাম লিখিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, কিছুদিন আগে যখন চেলসির মালিক টড বোয়েলি ও বার্সার সভাপতি হোয়ান লাপোর্তার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, তখন তারা একটি সমঝোতায় পৌঁছেছিলেন। ব্লুজরা সেজার আজপিলিকুয়েতা ও মার্কোস আলোনসোকে বার্সায় যোগ দিতে দেবে যদি কাতালানরা ডি ইয়ংকে চেলসির সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করার সুযোগ দেয়।
আর কোনো স্ট্রাইকার কিনবে না বায়ার্ন
তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদভস্কি ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। তার শূন্যস্থান পূরণে অবশ্য নতুন কাউকে কিনবে না বুন্দেসলিগার শিরোপাধারীরা। জার্মান গণমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার কান। তবে লেভি আলিয়াঞ্জ অ্যারেনার ক্লাবটিকে বিদায় জানানোর আগেই লিভারপুল ছেড়ে সেখানে নাম লেখান সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
পিএসজি ছাড়তে যাচ্ছেন ভাইনালডাম ও গায়ে
ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি ছেড়ে যাচ্ছেন দুজন মিডফিল্ডার। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জর্জিনিও ভাইনালডাম ও ইদ্রিসা গায়ে পাড়ি জমাচ্ছেন নতুন ঠিকানায়। ডাচ মিডফিল্ডার ভাইনালডামের ধারে এএস রোমায় যাওয়া অনেকটাই নিশ্চিত। আর সেনেগালিজ মিডফিল্ডার গায়েকে নিয়ে পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এভারটন।
ভার্নারকে পেতে আগ্রহী নিউক্যাসল, জুভেন্তাস ও লাইপজিগ
জার্মান স্ট্রাইকার টিমো ভার্নারকে বিক্রি করে দিতে পারে চেলসি। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, যতই দিন গড়াচ্ছে, ততই তাকে পেতে আগ্রহী ক্লাবের সংখ্যা বাড়ছে। এতদিন ইতালিয়ান ক্লাব জুভেন্তাস ও জার্মান ক্লাব আরবি লাইপজিগের নাম শোনা যাচ্ছিল। তবে ভার্নারকে পেতে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে গত বছর সৌদি আরবের মালিকানায় যাওয়ার ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড।
ইন্টার ছাড়বেন সানচেজ?
সাম্প্রতিক সময়ে ছন্দের অভাবে ভুগছেন ৩৩ বছর বয়সী চিলিয়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ। ফলে ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলানে তার অবস্থান হয়ে গেছে নড়বড়ে। তাই আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে তাকে। ব্রিটিশ গণমাধ্যম মিরর জানিয়েছে, সানচেজকে চুক্তিবদ্ধ করার ব্যাপারে খোঁজ-খবর নিতে শুরু করেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই।
Comments