২০২৮ অলিম্পিকে সোনা জেতার লক্ষ্য রোমান সানার

ruman_sana.
ছবি: রয়টার্স

অলিম্পিক গেমসে সোনা জয় বাস্তবতার বিচারে অনেক দুরূহ হলেও রোমান সানাকে ঘিরে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চে তার দুর্দান্ত পারফরম্যান্স আশার পালে দিচ্ছিল হাওয়া। কিন্তু টোকিও অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই শেষ হয়েছে তার পথচলা। এতে স্বাভাবিকভাবেই কিছুটা আক্ষেপ হচ্ছে দেশের এই তারকা আর্চারের। তবে এই ব্যর্থতা তাকে দমাতে পারছে না। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে সোনার পদক জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার ইয়োমেনোশিমা আর্চারি গ্রাউন্ডে পুরুষদের রিকার্ভ এককের শেষ ষোলোয় কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের কাছে হার মানেন রোমান। গ্রেট ব্রিটেনের টম হলের বিপক্ষে জিতে তিনি উঠে গিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু আগে দুইটি অলিম্পিকে (২০১২ লন্ডন ও ২০১৬ রিও) খেলার অভিজ্ঞতা সম্পন্ন ডুয়েনাসের সঙ্গে পেরে ওঠেননি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তিনি হারেন ৬-৪ সেট পয়েন্টে।

ডুয়েনাসের বিপক্ষে প্রথম সেটে জিতলেও পরের দুই সেটে হেরে পিছিয়ে পড়েন রোমান। চতুর্থ সেটে জিতে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে সমতায় ফেরেন তিনি। কিন্তু পঞ্চম সেটে গিয়ে স্নায়ুচাপ আর ধরে রাখতে পারেননি। শেষ শটে ডুয়েনাস মারেন ৯। জিততে হলে রোমানকে মারতে হতো ১০। কিন্তু তিনি তুলতে পারেন কেবল ৮।

রিকার্ভ একক থেকে বিদায় নেওয়ার পর বিশ্ব আর্চারির টুইটার পেজে হতাশা গোপন করেননি রোমান, 'আমি আসলেই একটু হতাশ, কারণ…. জয়ের জন্য দরকার ছিল ১০। এই ম্যাচটা জয়ের খুব ভালো সম্ভাবনা ছিল আমার।'

এরপরই তিনি জানান নিজের পরবর্তী লক্ষ্যের কথা, 'আমার লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিকে সোনা (জেতা)। তাই (প্যারিসে) ২০২৪ সালের অলিম্পিকেও খেলব। আমি আমার সর্বোচ্চটাই দিব।'

১৯৮৪ সাল থেকে অলিম্পিক গেমসে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ। কিন্তু আগের নয়টি আসরে লাল-সবুজের প্রতিনিধিদের হতাশা নিয়ে ফিরতে হয় খালি হাতে। যাকে ঘিরে সবচেয়ে বেশি আশা-আকাঙ্ক্ষা ছিল, সেই রোমান বিদায় নেওয়ায় এবারও যে পদক জয়ের শূন্যতা পূরণ হচ্ছে না তা একরকম নিশ্চিতই।

টোকিও অলিম্পিকে বাংলাদেশের ছয় অ্যাথলেটের মধ্যে কেবল আর্চার রোমান সরাসরি খেলার যোগ্যতা পেয়েছিলেন। রিকার্ভ এককের আগে রিকার্ভ মিশ্র দ্বৈতেও তার যাত্রা থেমেছিল শেষ ষোলোতে। রোমান ও দিয়া সিদ্দিকীর জুটি ৬-০ সেট পয়েন্টে হার মেনেছিল দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদের কাছে।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago