হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন দিয়া

ফাইল ছবি: ওয়ার্ল্ড আর্চারি

পাঁচ সেটের দ্বৈরথে আলাদা করা গেল না কাউকে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১২৪ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপরীতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়লেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী। সমতা থাকায় ম্যাচ গড়াল শুট-অফে। সেখানে একটি তীর ছুঁড়ে ১০ তুললেন কারনিয়া জিওমিন্সকায়া। দিয়া ৯ পয়েন্ট স্কোর করে হেরে বিদায় নিলেন টোকিও অলিম্পিক থেকে।

বৃহস্পতিবার ইউমেনোশিমা পার্ক আর্চারি ফিল্ডে নারীদের রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডে দেখা মেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ হাসি হেসেছেন বেলারুশের জিওমিন্সকায়া। প্রথমবারের মতো অলিম্পিকে একক ইভেন্টে খেলতে নামা ১৭ বছর বয়সী দিয়া তার কাছে হেরেছেন ৬-৫ সেট পয়েন্টে।

রিকার্ভ এককের র‍্যাঙ্কিংয়ে জিওমিন্সকায়ার অবস্থান ৩১ নম্বরে। দুই বছর আগে ইউরোপিয়ান গেমসে নারীদের দলগত রিকার্ভে বেলারুশের হয়ে রুপা জিতেছিলেন তিনি। ওই বছরেই বিশ্ব সামরিক গেমসে একই ইভেন্টে সোনার পদকের স্বাদ নিয়েছিলেন। তার বিপক্ষে দিয়ার এমন পারফরম্যান্স নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে। কারণ, র‍্যাঙ্কিংয়ে তিনি আছেন ১৫৫ নম্বরে। আর তার ঝুলিতে বড় অর্জন কেবল একটাই, কয়েক মাস আগে বিশ্বকাপ আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈতে রোমান সানার সঙ্গে রুপা জয়।

প্রথম সেটে ২৩-২২ ব্যবধানে জিতে জিওমিন্সকায়াকে চমকে দেন দিয়া। পরের সেটে তিনি হেরে যান ২৬-২৫ ব্যবধানে। তৃতীয় সেটটি ২৫-২৫ ব্যবধানে শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেন দুজন। পরের সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে এগিয়ে যান ২৬ বছর বয়সী জিওমিন্সকায়া। তবে দিয়া হাল ছেড়ে না দিয়ে প্রবল পরাক্রমে ঘুরে দাঁড়িয়ে পঞ্চম সেটটি জিতে নেন একই ব্যবধানে।

৫-৫ সেট পয়েন্টে সমতা থাকায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। সেখানে ১০-৯ স্কোরে হার মানায় অলিম্পিক অভিযান শেষ হয়ে গেছে দিয়ার।

উল্লেখ্য, এর আগে রিকার্ভ মিশ্র দ্বৈতে দিয়ার যাত্রা থেমেছিল শেষ ষোলোতে। তার ও রোমানের জুটি ৬-০ সেট পয়েন্টে হার মেনেছিল দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীদের কাছে।

Comments

The Daily Star  | English

Exporters caught off guard by India’s import curbs

"This sudden decision could severely disrupt bilateral trade"

8h ago