স্বর্ণ জয়ের উল্লাস করে জানলেন দ্বিতীয় হয়েছেন

শেষ সীমানার কাছে আসতেই সাইকেলের হেন্ডেলবার ছেড়ে দুই দিকে দুই হাত প্রশস্ত করে উদযাপন করলেন স্বর্ণ জয়ের। বেশ উল্লসিত মনে এগিয়ে গেলেন কোচের কাছে। জড়িয়ে ধরলেন। কিন্তু এর আগেই অস্ট্রিয়ার হয়ে চলতি অলিম্পিকের প্রথম স্বর্ণ জয়ের উল্লাস করে ফেলেছেন আন্না কিসেনহোফার।

ঘটনাটি ঘটে আজ রোববার নারীদের রোড রেসে। দ্বিতীয় হয়েছেন নেদারল্যান্ডসের সাইক্লিস্ট আন্নেমেইক ভ্যান ভ্লিউটেন। তারচেয়ে ৭৫ সেকেন্ড কম সময় নিয়ে প্রথম হন কিসেনহোফার। কিন্তু এ অস্ট্রিয়ান যে তার আগে ছিলেন সেটা জানতেনই না ভ্লুটেন।

নিজ দল ও পরিচালকদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি হওয়ার কারণে এ ভুল হয় ভ্লিউটেন। রেডিওতে ঠিকঠাকভাবে সংযোগ পাননি তিনি। তার দল তাই তাকে কে এগিয়ে আছেন তা জানাতে পারেননি।

নিজের ভুলটা পরে সাংবাদিকদের কাছেও স্বীকার করেছেন ভ্লিউটেন। কোচের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি, 'আমি ভুল ছিলাম। আমি আসলে কোনো তথ্য পাইনি।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টোকিও অলিম্পিকে এবার স্টেডিয়ামে দর্শক ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কিছু ইভেন্ট সরাসরি দেখতে পারছেন সমর্থকরা। সাইক্লিং তার একটি। সেই দর্শকদের সামনেই বড় ভুলটা করে ফেলেন এ সাইক্লিস্ট।

রোববার ফুজি ইন্টারন্যাশনাল স্পিডওয়ে সার্কিটে ৩ ঘণ্টা ৫২ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে ১৩৭ কিলোমিটার পারি দিয়ে স্বর্ণ পদক জয় লাভ করেন অস্ট্রিয়ার কিসেনহোফার। রৌপ্য যেতেন ভ্লুটেন। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন ইতালির এলিসা লোঙ্গো বোরঘিনি।

Comments

The Daily Star  | English

Yunus calls for united action to tackle climate crisis

Focuses on youth potential for green growth and sustainability

1h ago