মেয়েদের টেনিসে সোনার পদক জিতলেন বেনচিচ
টোকিও অলিম্পিকে টেনিসে মেয়েদের এককে সোনা জিতেছেন বেলিন্দা বেনচিচ। সুইজারল্যান্ডের ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের অলিম্পিকে এটি প্রথম পদক।
শনিবার আরিয়াকে টেনিস পার্কে তিন সেটে গড়ানো ফাইনালে ২-১ ব্যবধানে জিতেছেন বেনচিচ। তিনি চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভোন্দ্রুসোভাকে হারিয়েছেন ৭-৫, ২-৬ ও ৬-৩ সেটে।
মেয়েদের টেনিসে সুইজারল্যান্ডের হয়ে অতীতে কেউ সোনার পদক জিততে পারেননি। তাই ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা বেনচিচ।
আরও একটি সোনা জেতার হাতছানি রয়েছে বেনচিচের সামনে। আগামীকাল রবিবার স্বদেশি ভিক্তোরিয়া গোলুবিচের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের দ্বৈতের ফাইনালে খেলতে নামবেন তিনি।
অলিম্পিকে সেরা হওয়ার আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলা হয়নি বেনচিচের। ২০১৯ ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠাই এতদিন তার ক্যারিয়ারের সেরা সাফল্য ছিল।
Comments