টোকিও অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডে রোমান সানা
আশার প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলেন রোমান সানাই। মিক্সড ডাবলে বিদায় নেওয়ার পর টোকিও অলিম্পিকে বাংলাদেশের সব প্রত্যাশাই তাকে ঘিরে। আর লাল সবুজের দেশকে এখন পর্যন্ত হতাশ করেননি এ আর্চার। প্রথম রাউন্ডের ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি।
মঙ্গলবার টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে রিকার্ভ এককের প্রথম রাউন্ডে পাঁচ সেটে গড়ানো ম্যাচে টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন রোমান সানা।
প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন রোমান। তবে পরের দুই সেট ২৭-২৫ ও ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে জিতে নেন তিনি। চতুর্থ সেটে অবশ্য কিছুটা গড়বড় করে ফেলেন তিনি। এ সেটে হলের কাছে ২৫-২৭ পয়েন্টে হেরে যান ২৬ বছর বয়সী এ আর্চার। তাতে কিছুটা শঙ্কা জেগেছিল।
তবে সব শঙ্কা উড়িয়ে পঞ্চম শেষ সেটে ঠিকই দারুণ ভাবে ঘুরে দাঁড়ান রোমান। ২৯-২৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি।
দ্বিতীয় রাউন্ডে কানাডার ক্রিস্পিন দুয়েনাসের বিপক্ষে খেলবেন রোমান। এদিন মালডোভার ড্যান ওলারুর বিপক্ষে সরাসরি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছেন এ কানাডিয়ান।
এর আগে দুটি (২০১২ ও ২০১৬) অলিম্পিক খেলা ক্রিস্পিন বিশ্ব র্যাঙ্কিংয়ে আছেন ৩৬তম অবস্থানে। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকবার খেললেও অলিম্পিকে মঞ্চে এবারই প্রথম খেলছেন রোমান। তবে র্যাঙ্কিংয়ে ক্রিস্পিনের চেয়ে এগিয়ে আছেন তিনি। তার অবস্থান ২৫তম।
Comments