টোকিও অলিম্পিকস, শেষদিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকসের চতুর্দশ দিনে শুক্রবার নিষ্পত্তি হয়েছে ৮টি খেলার (অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং ট্র্যাক, হ্যান্ডবল, রিদমিক জিমনাস্টিক, ভলিবল ও ওয়াটার পোলো) মোট ১৩টি ইভেন্টের।

শেষদিনে টেক্কা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫দিন শীর্ষে থাকার পর শেষদিনে পিছিয়ে পড়ে চীন। এদিন কোনো স্বর্ণ জিততে পারেনি তারা। অন্যদিকে আগের দিন ৫টি স্বর্ণ জয়ের পর এদিনও ৩টি স্বর্ণ জেতায় শীর্ষে উঠে আসে যুক্তরাষ্ট্র। ৩৯টি স্বর্ণ, ৪১টি রৌপ্য ও ৩৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১১৩টি পদক তাদের।

৩৮টি স্বর্ণ, ৩২টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে চীন। এদিন কোনো স্বর্ণ না জিতলেও আগের মতোই তৃতীয় স্থানে আছে জাপান। ২৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৮টি ব্রোঞ্জসহ মোট ৫৮টি পদকস্বাগতিকদের।

এদিন ফের চতুর্থ স্থানে উঠে এসেছে গ্রেট ব্রিটেন। শেষদিনে ২টি স্বর্ণ পাওয়ায় রাশিয়ান অলিম্পিক কমিটিকে (আরওসি) টপকে যায় তারা। ২২টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৫টি পদক পেয়েছে তারা। আরওসির সংগ্রহ ২০টি স্বর্ণ, ২৮টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৭১টি পদক। ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জসহ মোট ৪৬টি পদক।

ওয়াটার পোলো

পুরুষদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। ফাইনালে গ্রীসকে ১৩-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেয় দলটি। রাশিয়ান অলিম্পিক কমিটিকে হারিয়ে এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে হাঙ্গেরি।

হ্যান্ডবল

নারীদের ইভেন্টে স্বর্ণ জিতেছে ফ্রান্স। ফাইনালে এদিন রাশিয়ান অলিম্পিক কমিটিকে ৩০-২৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। সুইডেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে নরওয়ে।

বক্সিং

পুরুষদের সুপার হেভিওয়েট ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছেন উজবেকিস্তানের বাখোদির জালোলোভ। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ড টোরেসকে ৫-০ হারিয়ে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের ফ্রেজার ক্লার্ক ও কামশিবেক কুনকাবেয়াভ।  

 

বক্সিং

নারীদের মিডলওয়েট ইভেন্টে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের লরেন প্রাইস। ফাইনালে এদিন চীনের লি কিয়ানকে ৫-০ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির জেনফিরা মাগোমেদালিভা ও নেদারল্যান্ডসের নৌচকা ফন্তিন।

ভলিবল

নারীদের ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেয় দলটি। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে সার্বিয়া।

বক্সিং

পুরুষদের লাইটওয়েট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন কিউবার অ্যান্ডি ক্রুজ। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেইশায়ান ডেভিসকে ৪-১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। আর্মেনিয়ার হোভহানেস বাচকোভ ও অস্ট্রেলিয়ার হ্যারি গারসাইড জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক।

বক্সিং

নারীদের লাইটওয়েট ইভেন্টে স্বর্ণ জিতেছেন আয়ারল্যান্ডের কেলি হ্যারিংটন। ফাইনালে এদিন ব্রাজিলের বিয়াত্রিজ ফেরেইরাকে ৫-০ ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। এ ইভেন্টে থাইল্যান্ডের সুদাপর্ন সেশনডি ও ফিনল্যান্ডের মিরা পতকোনেন পেয়েছেন ব্রোঞ্জ।

বাস্কেটবল

নারীদের ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা সপ্তমবার অলিম্পিকের স্বর্ণপদক জিতে নিল দলটি। ফাইনালে তারা জাপাঙ্কে ৯০-৭৫ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। ব্রিটনি গ্রিনার একাই করেছেন ৩০ পয়েন্ট। স্লোভেনিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ফ্রান্স।

সাইক্লিং - ট্র্যাক

নারীদের ওমনিয়াম ইভেন্টে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ভেলেন্তি। ফাইনাল রাউন্ডে এদন ১২৪ পয়েন্ট পেয়ে প্রথম হন তিনি। ১১০ পয়েন্ট নিয়ে জাপানের কাজিহারা ইউমি জিতেছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের কারস্টেন উইল্ড।

জিমনাস্টিক - রিদমিক

নারীদের গ্রুপ অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেছে বুলগেরিয়া। ফাইনাল রাউন্ডে এদিন ৯২.১০০ পয়েন্ট পেয়ে স্বর্ণ জয় করে দলটি। ৯০.৭০০ পয়েন্ট নিয়ে রৌপ্য জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ব্রোঞ্জ পদক পেয়েছে ইতালি।

সাইক্লিং - ট্র্যাক

নারীদের স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণ জিতেছেন কানাডার কেলসি মিচেল। ফাইনালে এদিন ইউক্রেনের ওলেনা স্তারিকোভাকে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। ১০.৯০৬ সেকেন্ডে প্রথম রেস এবং ১০.৯৯৫ সেকেন্ডে দ্বিতীয় রেস শেষ করেন এ কানাডিয়ান। হংকংয়ের লি ওয়াই সজি জিতেছেন ব্রোঞ্জ পদক।

সাইক্লিং - ট্র্যাক

পুরুষদের কেইরিন ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিয়েছে গ্রেট ব্রিটেনের জ্যাসন কেনি। ফাইনাল রাউন্ডে এদিন ঘণ্টায় ৬৮.৬৯৬ গতিতে ১০.৪৮১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন এ ব্রিটিশ সাইক্লিস্ট। তারচেয়ে ০.৭৬৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন মালয়েশিয়ার আজিজুল হাসনি আওয়াং। নেদারল্যান্ডসের হ্যারি লিভারিসেন ব্রোঞ্জ জিতেছেন।

অ্যাথলেটিক্স

পুরুষদের ম্যারাথনে স্বর্ণ পদক জিতেছেন কেনিয়ার ইলিউড কিপচোগ। ২ ঘণ্টা ৮ মিনিট ৩৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন এ কেনিয়ান। তার চেয়ে ১ মিনিট ২০ সেকেন্ড সময় বেশি নিয়ে রপুয় পদক জিতেছেন নেদারল্যান্ডসের আব্দি নাগেয়ি। বেলারুশের বশির আব্দি জিতেছেন ব্রোঞ্জ পদক।

Comments

The Daily Star  | English
explanations sought from banks for unusual USD rates

Explanations sought from 13 banks for higher dollar rate

BB issued letters on Dec 19 and the deadline for explanation ends today

2h ago