টোকিও অলিম্পিকস, তৃতীয় দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে আজ নিষ্পত্তি হয় ১৪টি খেলা- আর্চারি, আর্টেস্টিক জিমনাস্টিক, কানোয় স্লালম, সাইক্লিং মাউন্টেন বাইক, ডাইভিং, ফেন্সিং, জুডো, শুটিং, স্কেটবোর্ডিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ট্রিয়াথ্লন ও ভারোত্তোলনের মোট ২১টি ডিসিপ্লিনের।

দ্বিতীয় দিন শেষে শীর্ষে ছিল চীন। তবে তৃতীয় দিনে তাদের ছাপিয়ে গেছে স্বাগতিক জাপান। ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক নিয়ে শীর্ষে উঠেছে তারা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরাবরের ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্র। ৭টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পেয়েছে তারা। চীন নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে তারা।

এদিন লড়াইয়ে এসেছে রাশিয়ান অলিম্পিক কমিটি ও গ্রেট ব্রিটেনও। ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে চতুর্থ স্থানে আছে রাশিয়া। পঞ্চম স্থানে থাকা গ্রেট ব্রিটেন ৩টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে।

টেবিল টেনিস

মিক্সড ডাবলে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক জাপান। চীনের ফাইনালে চীনের জু জিন ও লিউ শিয়েন জুটিকে ৪-৩ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেন জুন মিজুতানি ও ইতো মিমা জুটি। শেষ সেটের শুরুতেই টানা পাঁচটি পয়েন্ট পেয়ে এগিয়ে যান তারা। ঘুরে দাঁড়ালেও পরে তাদের আর ধরতে পারেনি চীনের জুটি। এ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে চাইনিজ তাইপে।

তায়কোয়ান্দো

পুরুষদের ওয়াল্টারওয়েট -৮০ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন রাশিয়ান অলিম্পিক কমিটির মাক্সিম খ্রামতকোভ। ফাইনালে জর্দানের সালেজ এলশারাবাটিকে ২০-৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রথম হম তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ক্রোয়েশিয়ার তনি কানায়েত ও মিশরের সেইফ এইসা।  

তায়কোয়ান্দো

ক্রোয়েশিয়ার হয়ে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন মাতেয়া জেলিচ। নারীদের ওয়াল্টারওয়েট -৬৭ কেজি ইভেন্টে গ্রেট ব্রিটেনের লাউরেন ইউলিয়ামসকে হারিয়ে এ পদক জিতে নেন তিনি। ফাইনালে ২৫-২২ পয়েন্টের ব্যবধানে জয় পান এ ক্রোয়েশিয়ান। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আইভরি কোস্টের রুথ জিবাগবি ও মিশরের হাদিয়া মালেক ওয়াহবা।

আর্টিস্টিক জিমনাস্টিক

আর্টিস্টিক জিমনাস্টিকের পুরুষদের দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ২৬২.৫০০ পয়েন্ট পেয়ে স্বর্ণ জিতে নেয় তারা। সতীর্থরা কিছু কম পয়েন্টে পাওয়ায় শেষ ধাপে রাশিয়ার সব আশা ছিল রিকিতা নাগোর্নির উপর। আর অসাধারণ পারফরম্যান্স দলকে স্বর্ণ এনে দেন এ রাশিয়ান। অল্পের জন্য দ্বিতীয় হয়েছে জাপান। তাদের সংগ্রহ ২৬২.৩৯৭ পয়েন্ট। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে  চীন। 

ভারোত্তোলন

টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণ পদক পেয়েছে ফিলিপাইন। ভারোত্তোলনে নারীদের ৫৫ কেজি ইভেন্টে ২২৪ কেজি ভার তুলে প্রথম হন তিনি। স্ন্যাচে ৯২ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে অলিম্পিক রেকর্ড ১২৭ কেজি তোলেন এ ভারোত্তোলক। ২২৩ কেজি ভার তুলে রৌপ্য পদক পেয়েছেন চীনের লিয়াও কুইয়ান। ব্রোঞ্জ পদক জিতেছেন কাজাখস্তানের জুলফিয়া চীনশানলো। 

ফেন্সিং

টোকিও অলিম্পিকে পুরুষদের ফয়েল এককে হংকংকে প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন চিউং কা লং। ফাইনালে ইতালির দানিয়েলে গারোজ্জোকে হারিয়ে প্রথম হন এ ফেন্সার। ১৫-১১ পয়েন্টের ব্যবধানে জয় লাভ করেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন চেক প্রজাতন্ত্রের আলেকজান্দার চাঔপেনিতচ।

ফেন্সিং

নারীদের সেইবার এককের ফাইনালটা হয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটির দুই প্রতিযোগীর মধ্যে। তাতে সোফিয়া ভেলিকাইয়াকে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন সোফিয়া পোজডনিয়াকোভা। ফাইনালে ১৫-১১ পয়েন্টের ব্যবধানে হারান তিনি। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন ফ্রান্সের ম্যানন ব্রুনেট।  

জুডো

পুরুষদের ৭৩ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের ওনো শোহেই। ফাইনালের ম্যারাথন লড়াইয়ে জর্জিয়ার লাশা শাভদাতুয়াশভিলিকে হারান তিনি। সমান তালে এগিয়ে যাওয়া ম্যাচের শেষ দিকে একটি ওয়াজা-আরি পেয়ে জয় লাভ করেন এ জাপানি। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার আন চ্যাং-রিম ও মঙ্গোলিয়ার টিসোগটবাটার টসেন্ড-ওচির। 

জুডো

নারীদের ৫৭ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন কসভোর নোরা জাকোভা। ফাইনালে মাত্র পৌনে ৩ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের সারাহ-লিওনি কায়সিককে হারান তিনি। মাথায় ডাইভ দিয়ে আক্রমণ করার জন্য সরাসরি হানসোকু পেনাল্টি পেয়ে জয় পান জাকোভা। এ জাপানের টিসুকাসা ইয়োহিডা ও কানাডার জেসিকা ক্লিমকাইট জিতেছেন ব্রোঞ্জ।

আর্চারি

পুরুষদের দলগত আর্চারিতে স্বর্ণ জিতেছে ফেভারিট দক্ষিণ কোরিয়া। ফাইনালে তারা চাইনিজ তাইপের ট্যাং চিহ-চুন, উই চেন-হেউং ও ডেং ইয়ু-চেংকে ৬-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান অধিকার করে। কোরিয়ার হয়ে খেলেছেন ওহ জিন হায়েক, কিম উজিন ও কিম যে দিয়ক। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে জাপান।

শুটিং

পুরুষদের স্কেট শুটিংয়ে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিনসেন্ট হ্যানকক। নতুন অলিম্পিক রেকর্ড ৫৯ পয়েন্ট নিয়ে প্রথম হন তিনি। মাত্র একটি শট মিস করেন এ শুটার। তার চেয়ে ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ডেনমার্কের জ্যাসপার হানসেন। ব্রোঞ্জ জিতেছেন কুয়েতের আব্দুল্লাহ আলরশিদি।

মাউন্টেন বাইক

পুরুষদের ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের টম পিডকক। ১ ঘণ্টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। তার চেয়ে ২০ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন সুইজারল্যান্ডের ম্যাথিয়াস ফ্লুকিগার। তৃতীয় হয়েছেন স্পেনের দাভিদ ভালেরিও।

ক্যানোয়িং স্লালোম

পুরুষদের সি'১ এ স্বর্ণ জিতেছেন স্লোভাকিয়ার বেঞ্জামিন সাভসেক। ৯৮.২৫ মিনিট সময় নিয়ে রেস শেষ করেন তিনি। চেক প্রজাতন্ত্রের লুকাস রফান জিতেছেন রৌপ্য পদক। এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন জার্মানির সিদেরিস তাসিয়াদিস।  

ডাইভিং

পুরুষদের ১০ মিটার প্লাটফর্ম সিঙ্ক্রো দ্বৈতে স্বর্ণ জিতেছে গ্রেট ব্রিটেন। ৪৭১.৮১ পয়েন্ট নিয়ে প্রথম হন দেশটির টমাস ডিলে ও ম্যাথেউ লি। শেষ ডাইভে ১০১.০১ পয়েন্ট পেয়েই স্বর্ণ নিশ্চিত করেন এ জুটি। ৪৭০.৫৮ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক জিতেছেন চীনের চাও ইউয়ান ও চেন আইসেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির আলেকজান্ডার বনডার ও ভিক্টর মিনিবায়েভ। 

শুটিং

নারীদের স্কেট শুটিংয়ে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আমবার ইংলিশ। নতুন অলিম্পিক রেকর্ড ৫৬ পয়েন্ট নিয়ে প্রথম হন তিনি। তারচেয়ে মাত্র ১ পয়েন্ট কম পেয়ে রৌপ্য পদক পান ইতালির ডায়না বাকোসি। চীনের উই মেং পেয়েছেন ব্রোঞ্জ পদক।

স্কেটবোর্ডিং

নারীদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে স্বর্ণ জিতেছেন ১৩ বছর বয়সী জাপানের নিশিয়া মোমিজি। এ প্রতিযোগিতায় রৌপ্য পদকও পেয়েছেন আরেক ১৩ বছর বয়সী খেলোয়াড়। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দ্বিতীয় হতে হয় ব্রাজিলের রাইসা লিয়ালকে। শেষ ট্রিকের পর তার সংগ্রহ ছিল ১৪.৬৪। তবে শেষ ট্রিকে দারুণ করে নিশিয়াও। স্কোর তোলেন ১৫.২৬। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ১৬ বছর বয়সী জাপানের ফুনা নাকাইয়ামা।

সাঁতার

পুরুষদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩:০৮.৯৭ মিনিট সময় নিয়ে এ পদক জিতেন বোয়েন বেকার, ব্ল্যাক পিরোনি, কেলাব ড্রেসেল ও জ্যাক অ্যাপেল। এ ইভেন্টে রৌপ্য পদক জিতেছে ইতালি। অস্ট্রেলিয়ায় গিয়েছে ব্রোঞ্জ পদক।  

সাঁতার

নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে  ৩:৫৬.৬৯ মিনিট সময় নিয়ে রেকর্ড গড়েই । এ ইভেন্টে রৌপ্য জিতেছেন রিও অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। ব্রোঞ্জ জিতেছেন চীনের বিংজি লি।  

সাঁতার

পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যাডাম পেটি। ৫৭.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। এ ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন নেদারল্যান্ডসের আর্নো কাম্মিঙ্গা। ইতালির নিকলো মার্টিনেঙ্ঘি পেয়েছেন ব্রোঞ্জ পদক। 

সাঁতার

নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন কানাডার ম্যাগি ম্যাকনেইল। ৫৫.৫৯ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকে নিজের প্রথম জিতেন এ সাঁতারু। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন চীনের ঝ্যাং ইউফেই। অস্ট্রেলিয়ার এমা ম্যাককিয়ন জিতেছেন ব্রোঞ্জ পদক। বিশ্ব রেকর্ডধারী সারাহ সিওস্ট্রোয়েম সপ্তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন।

ট্রিয়াথ্লন

ট্রিয়াথ্লনের নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন নরওয়ের ক্রিস্টিয়ান ব্লুমেনফেল্ট। তবে ১৫০০ মিটার সাঁতার ও ৪০ মিটার সাইক্লিংয়ের পর তার অবস্থা ছিল পঞ্চম স্থানে। তবে শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৪৫ মিনিট ৪ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন তিনি। এ ইভেন্টে গ্রেট ব্রিটেনের আলেক্স ইয়ে রৌপ্য ও নিউজিল্যান্ডের হেইডেন ওয়াল্ডি পেয়েছেন ব্রোঞ্জ পদক। 

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago