টাই-ব্রেকারে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল
এদুয়ার্দো অ্যাগুয়েরের প্রথম শটটি ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক সান্তোস। পরের শটে জোহান ভাসকেসের শট ফিরে আসে বারপোস্টে লেগে। ফলে শুরুতেই কোণঠাসা মেক্সিকো। এরপর একবার লক্ষ্যভেদ করলেও নিখুঁত স্পট কিক নিয়ে চারটি শটই জালে পাঠায় ব্রাজিল। তাতে টাই-ব্রেকারে মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালের টিকেট কেটে নেয় বর্তমান চ্যাম্পিয়নরাই।
জাপানের কাশিমো স্টেডিয়ামে মঙ্গলবার নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। এরপর অতিরিক্ত সময়েও গোল না হলে টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। সেখানে ৪-১ গোলের ব্যবধানে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।
মাঝমাঠের দখল রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে রক্ষণ সামলে দারুণ পাল্টা আক্রমণ করে মেক্সিকোও।
১৩তম মিনিটে ব্রাজিলের সামনে বাধা হয়ে দাঁড়ান মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। গুলার্মে আরানার জোরালো শট ঠেকিয়ে দেন তিনি। ২৯তম মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ভিএআর যাচাই করে পরে তা বাতিল করেন রেফারি।
৪০তম মিনিট থেকে প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত সময়ে তিনটি গোল দিতে পারতো মেক্সিকো। প্রথমে লুইস রিমোর শট দারুণ ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক। এরপর একেবারে ফাঁকায় থেকে নেওয়া আরিয়েল আন্তুনার শট ব্লক করেন দিয়াগো কার্লস। শেষ মুহূর্তে হেনরি মার্টিনের হেড একেবারে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়।
৬৭তম মিনিটে রিচার কোণাকোণি শট লুফে নেন ওচোয়া। ৮১তম মিনিটে দানি আলভেজের ক্রস থেকে অসাধারণ এক হেড নিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু বারপোস্টে লেগে ফিরে আসলে হতাশা বারে বর্তমান চ্যাম্পিয়নদের।
এরপর আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। গোল হয়নি অতিরিক্ত সময়েও। এ সময়ে বেশ কিছু দূরপাল্লার শট ছাড়া তেমন জোরালো কোনো আক্রমণও হয়নি। ফলে টাই-ব্রেকারের নিষ্পত্তি হয় ম্যাচ।
Comments