অলিম্পিক ফুটবল: আর্জেন্টিনাকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

টোকিও অলিম্পিকে টিকে থাকতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু স্প্যানিশদের হারাতে পারেনি দলটি। ড্র করায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো দুই বারের স্বর্ণ জয়ী দলটিকে। আসরের শুরুতে হোঁচট খেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী স্পেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে তাদের সঙ্গী হয়েছে মিশর।

বুধবার সাইতামা স্টেডিয়ামে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়রিফুর মিয়াগি স্টেডিয়ামে এই গ্রুপের অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মিশর।

অবশ্য পয়েন্ট মিশরের সমানই ছিল আর্জেন্টিনার। তিন ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি। মূলত প্রথম ম্যাচে অপেক্ষাকৃত অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের খেসারত দিতে হয় তাদের। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন।

ম্যাচের শুরুতে মাঝমাঠ স্পেনের ছিল স্পেনের দখলেই। দারুণ কিছু সুযোগও তৈরি করে তারা। তবে ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল পায়নি দলটি। সে ধারায় দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে সফল হয় তারা। দানি ওলমোর পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মাইকেল মেরিনো। ৮৭তম মিনিটে ম্যাচে ফিরে আর্জেন্টাইনরা। থিয়াগো আলমাদার ক্রস থেকে তমাস বেলমন্তের হেডে বল জালে জড়ায়। এরপর আর গোল না হলে হতাশায় ডোবে আর্জেন্টাইন তরুণরা।

অন্যদিকে আর্জেন্টিনাকে হারানো অস্ট্রেলিয়া এদিন ড্র করলেই করলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারতো। উল্টো মিশরের কাছে দুই গোল হজম করে তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের এক মিনিট আগে আহমেদ ইয়াসির রায়ানের গোলে এগিয়ে যায়। ৮৫তম মিনিটে অস্ট্রেলিয়ার হার নিশ্চিত করে দেন নাসের মান্সি।

Comments

The Daily Star  | English

Exporters caught off guard by India’s import curbs

"This sudden decision could severely disrupt bilateral trade"

8h ago