স্টেইনকে সবচেয়ে হতাশ করেছে বাংলাদেশ

Dale Steyn
ফাইল ছবি: সংগ্রহ

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দল সবচেয়ে হতাশ করেছে? এক ভক্তের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের কথা উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন। বিশ্বকাপে বাংলাদেশের বিপর্যয়ে টিম ম্যানেজমেন্ট অনেক প্রশ্নের মুখে পড়লেও স্টেইনের মতে দায় শুধু ক্রিকেটারদেরই।

ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে স্টেইনকে। বিশ্বকাপ চলাকালীন দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ মত। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব কিংবদন্তি এই পেসার।

মঙ্গলবার টুইটারে প্রশ্ন আহবান করেছিলেন তিনি। সেখানে একজন জানতে চান এবার কোন দলের খেলায় তিনি হতাশ হয়েছেন। কোন দ্বিধা না করেই স্টেইন নিয়েছেন মাহমুদউল্লাহদের নাম, সবাইকে অবাক করে দিয়ে টিম ম্যানেজমেন্টের কোন দায় দেখছেন না তিনি,  'আমাকে সবচেয়ে হতাশ করেছে বাংলাদেশ। যেভাবে খেলেছে তারচেয়ে অনেক ভাল দল তারা। আমার মনে হয় না এতে ম্যানেজমেন্টের দায় আছে। দায় নিতে হবে খেলোয়াড়দেরই, বিষয়টা হচ্ছে আপনি খেলতে চান কি চান না। তাদের সবাইকে দেখে মনে হয়েছে তারা খেলতে চায়নি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই মতো আরও একবার বাজে সময় কাটিয়েছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর সুপার টুয়েলভে উঠা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। ওমান, পাপুয়া নিউগিনিকে হারিয়ে সেটা করতে পারলেও আর জেতা হয়নি। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোই হারে তারা। শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৩ রানে গুটিয়ে মাহমুদউল্লাহরা পড়েন বিব্রতকর পরিস্থিতিতে।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

6h ago