রিজওয়ান-মালিককে নিয়ে শঙ্কায় পাকিস্তান

shoaib malik & mohammad rizwan
শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান। ফাইল ছবি

এবার বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের অন্যতম দুই নায়ক মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক সেমিফাইনালের আগে জ্বরে আক্রান্ত হয়েছেন। হালকা জ্বরের কারণে বুধবার নিয়মিত অনুশীলনেও থাকতে পারেননি তারা।

জ্বর আসায় এই দুই ক্রিকেটারকেই সতর্কতামূলক কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পাকিস্তানের জন্য স্বস্তির খবর তাতে তাদের ফল নেগেটিভ এসেছে।

আজ (বৃহস্পতিবার) দুবাইতে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান। কিপার-ব্যাটার রিজওয়ান ও অভিজ্ঞ মালিক পাকিস্তানের প্রথম একাদশের ক্রিকেটার।  করোনা পরীক্ষার ফল নেগেটিভ থাকলেও জ্বর থাকলে তাদের মাঠে নামা হবে কিনা তা নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা থাকছে।

তবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, এই দুজনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল। অনুশীলন না করলেও জ্বর সেরে গেলে তাদের কাছ থেকে সেরাটাই প্রত্যাশা করে পাকিস্তান।

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিজওয়ানের। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার বাবর আজমের ডেপুটি হিসেবেও রাখেন বড় ভূমিকা।

৪০ ছুঁইছুঁই বয়েসেও ফিটনেস ধরে রেখে বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন মালিক। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও রাখেন অবদান। এবার বিশ্বকাপে তার স্টাইকরেট ১৮৭।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই যেকোনোভাবে এই দুজনকে মাঠে পেতে চাইবে বাবর আজমের দল।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

2h ago