বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন রয়

শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন জেসন রয়। বাঁ পায়ের পেশির চোটে চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এ ইংলিশ ওপেনারের। তার জায়গায় হেম্পারশায়ারের ব্যাটার জেমস ভিন্সকে দলভুক্ত করেছে ইংল্যান্ড।

৩১ বছর বয়সী এ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে চোটে পড়েন। রোববার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যায় তার বাঁ পায়ের পেশি ছিঁড়ে গেছে। যে কারণে এ আসরে আর খেলা সম্ভব নয় তার।

আগামী বুধবার আবুধাবিতে প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই এমন ম্যাচে না থাকতে পেরে হতাশ জেসন।

বিবিসির সঙ্গে আলাপকালে জেসন বলেন, 'আমি খুবই হতাশ। আমি ছেলেদের সমর্থন করতে দলের সঙ্গেই থাকব। এবং আশা করি আমরা সব পথ পারি দিতে পারব এবং ট্রফিটি তুলে ধরতে পারব। এখন পর্যন্ত একটি অবিশ্বাস্য যাত্রা চলছে। আমাদের নিজেদেরকে প্রকাশ করে এবং আমাদের প্রতি মনোনিবেশ করা চালিয়ে যেতে হবে।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচেই চোট পাওয়ার পর সতীর্থদের সহায়তায় কেঁদে মাঠ ছেড়েছিলেন জেসন। পর স্ক্রাচে করে স্টেডিয়াম ছাড়তে হয় তাকে। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ দারুণ ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে দারুণ সূচনার অন্যতম কারিগর ছিলেন জেসন। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে ১২৩ রান করেছেন, যার সর্বোচ্চ স্কোরটি ছিল বাংলাদেশের বিপক্ষে। তার ৬১ রানে ভর করেই টাইগারদের আট উইকেটে পরাজিত করেছিল তারা।

Comments