ফাইনালের আগে হাত ভেঙে নিউজিল্যান্ডকে দুঃসংবাদ দিলেন কনওয়ে
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের ছয় ম্যাচের প্রতিটিতে খেলেছেন ডেভন কনওয়ে। সেমিফাইনালে রোমাঞ্চকর রান তাড়ায় ইংল্যান্ডকে হারানোর ক্ষেত্রে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু ফাইনালে তাকে পাচ্ছে না কিউইরা। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ডান হাত ভেঙে গেছে। ফলে আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
হাত ভাঙার দায়টা কনওয়ের নিজেরই। গত বুধবার আবুধাবিতে ইংলিশদের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রান করে স্টাম্পড হয়ে ফেরার সময় মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। হতাশায় ব্যাটে ঘুষি মেরে বসেন। বেশ জোরের সঙ্গেই। পরদিন এক্স-রে করা হলে মেলে দুঃসংবাদ।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনওয়ের হাত ভাঙার বিষয়টি নিশ্চিত করেছে। দলটির প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, 'এমন (গুরুত্বপূর্ণ) মুহূর্তে এভাবে বাদ পড়ায় সে ভীষণ হতাশ। ব্ল্যাকক্যাপসের হয়ে খেলতে সে খুবই উৎসাহী থাকে এবং এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশ আর কেউ নেই। তাই আমরা তাকে সমর্থন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।'
তিনি যোগ করেছেন, 'শুরুতে এটিকে (ব্যাটে ঘুষি মারা) একটি নিরীহ প্রতিক্রিয়া বলে মনে হয়েছিল। কিন্তু স্পষ্টতই গ্লাভ প্যাডিং এড়িয়ে সেটা ব্যাটে লেগেছিল। আর যদিও এটি করা বুদ্ধিমানের কাজ ছিল না, তারপরও বলব, এভাবে আঘাত পাওয়াটা অবশ্যই দুর্ভাগ্যজনক।'
৩০ বছর বয়সী কনওয়ের বদলি হিসেবে আগামী রোববারের ফাইনালের আগে দলে কাউকে অন্তর্ভুক্ত করছে না নিউজিল্যান্ড। অবশ্য বিকল্প নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও নেই। তাছাড়া, আসন্ন ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজেও কনওয়ের বদলি হিসেবে কাউকে ডাকা হচ্ছে না।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের পর একাদশ থেকে বাদ পড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্ট। এরপর থেকে উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করছিলেন কনওয়ে। তিনি ছিটকে যাওয়ায় সেইফার্ট ফিরতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের একাদশে।
Comments