নিউজিল্যান্ডের সম্মিলিত শক্তিতেই ভয় মরগ্যানের

কোন একজন তারকা একা ম্যাচ জিতিয়ে দিচ্ছেন, নিউজিল্যান্ডের বেলায় দেখা যায় না এমনটা। দু'একজন মোমেন্টাম তৈরি করে দেন, দলের জয়ে নানাভাবে অবদান রাখেন বাকি সবাই। ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগ্যানের মতে নিউজিল্যান্ডের শক্তির জায়গা এটাই।
আজ (বুধবার) রাত ৮টায় আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুদলই জিতেছে চারটি করে ম্যাচ।
হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর বাকি চার ম্যাচে প্রতিপক্ষকে কোন সুযোগ দেয়নি কিউইরা। ইংল্যান্ডের অবস্থা আবার উলটো। প্রথম চার ম্যাচ জিতে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করার পর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে তারা।
সেই সঙ্গে দুজন মূল খেলোয়াড়ের চোট সমস্যাও হয়েছে ইংল্যান্ডের অস্বস্তির করান। বাঁহাতি পেসার টাইমাল মিলসের পর চোটে পড়ে ছিটকে যান ওপেনার জেসন রয়।
বেশ কিছু দিন ধরে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড আছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে। তবে সাম্প্রতিক এসব বাস্তবতায় সেমিতে নামার আগে নিজেদের ফেভারিট মানছেন না মরগ্যান, 'নিজেদেরকে ফেভারিট বলতে চাই না। নিউজিল্যান্ড তো পুরো শক্তির দল। এই বিশ্বকাপে চোট আমাদের ভোগাচ্ছে, যদিও আমরা ভালো ক্রিকেট খেলছি। কিন্তু ওদের হারাতে হলে সামর্থ্যের সেরাটা দিতে হবে।'
২০১৯ বিশ্বকাপের ফাইনালে দুদলের লড়াই হয়েছিল তুমুল। মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও হয় টাই। পরে বেশি বাউন্ডারি মারার নিয়মে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড। বিশ্বকাপ জেতার একদম কাছে গিয়ে চরম আক্ষেপে পোড়া কিউইরা এবার খেলছে আরও পেশাদার মেজাজে। ম্যাচে নেমে ক্ষিপ্র ফিল্ডিং, দারুণ বোলিং আর কার্যকর ব্যাটিংয়ে অবদান রাখছেন অনেকেই। প্রতিপক্ষের এই সম্মিলিত শক্তির ওপরই ইংল্যান্ড অধিনায়কের যত ভয়, 'ওদের সবচেয়ে শক্তির দিক তারা দল হিসেবে লড়াই করে। কেবল দুই-একজনের ওপর নির্ভর করে না, অনেকেই অবদান রাখেন। সম্মিলিতভাবে খেলে। এই জায়গায় আমাদের নজর দিতে হবে।'
Comments