কনওয়ের ‘অদ্ভুত’ চোটে চরম হতাশ উইলিয়ামসন

ছবি: এএফপি

চোটে অনেকেই পড়ে। তবে নিউজিল্যান্ডের কিপার-ব্যাটার ডেভন কনওয়ে যেভাবে চোটে পড়েছেন তাকে অদ্ভুত ও বিচিত্র না বলা উপায় নেই। অদ্ভুতুড়ে এই চোট টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে কিউইদের জন্য যে বিশাল ধাক্কা তা অকপটে স্বীকার করলেন কেইন উইলিয়ামসন।

গত বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ৪৬ রান করে আউট হন কনওয়েয়ে। আউট হয়ে ফেরার সময় হতাশায় নিজের ব্যাটে হাত জোরে আঘাত করেছিলেন, পরে স্ক্যান করে দেখা যায় তাতেই ভেঙ্গে গেছে হাত।

বিশ্বকাপ ফাইনাল তো বটেই, আসন্ন ভারত সফর থেকেও ছিটকে গেছেন তিনি। অনুমিতভাবেই ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসেছে এই প্রসঙ্গ। কিউই অধিনায়কও ব্যাপারটাকে অদ্ভুত বলে হতাশা প্রকাশ করলেন,  'ডেভনকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য বিশাল ধাক্কা। সে সব সংস্করণেই আমাদের নিয়মিত সদস্য। তাকে না পাওয়া হতাশাজনক আর ঘটনাটাও অদ্ভুত।'

তবে যেটা হয়ে গেছে তার থেকে নজর ফিরিয়ে শিরোপা জেতার পরিকল্পনায় নিউজিল্যান্ড। আবুধাবি থেকে দুবাই, ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া। ভেন্যু, প্রতিপক্ষ বদলালেও নিজেদের পরিকল্পনা আর প্রয়োগটা শতভাগ ঠিক রাখতে চায় তারা,'দলের সবাই ফাইনালের সুযোগ নিয়ে রোমাঞ্চিত। আমাদের মূল কাজ হবে মনোযোগ ধরে রাখা। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভেন্যুতে নতুন একটা দিল। এসবের সঙ্গে মানিয়ে সেরাটা খেলতে চাইব আমরা।'

আজ রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

20m ago