ওয়ার্নারের রিভিউ না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ওয়েড

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে গেছে বলে ডেভিড ওয়ার্নারের আউট নিয়ে চর্চা খুব একটা হচ্ছে না। তবে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও কেন তিনি তা না নিয়ে সাজঘরে ফিরে যান? এই প্রশ্ন থেকে যাচ্ছে। রোমাঞ্চকর সেমিফাইনালে পাকিস্তানকে বিদায় করার পর সতীর্থের সিদ্ধান্তের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন অজিদের জয়ের নায়ক ম্যাথু ওয়েড।

বৃহস্পতিবার দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারের ঘটনা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়ায় ততক্ষণে ৩ উইকেট খুইয়ে ফেলেছিল অজিরা। তাদেরকে টেনে নিচ্ছিলেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার। স্কোরবোর্ডে ওঠা ৮৯ রানের অধিকাংশের যোগান দিয়েছিলেন তিনি। পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খানের করা ওই ওভারের প্রথম বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হন ওয়ার্নার। এরপর রিভিউ না নিয়ে চলে যান মাঠ ছেড়ে।

কিছুক্ষণ পর টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, বল ওয়ার্নারের ব্যাটেই লাগেনি। যদিও হালকা একটি শব্দ শোনা গিয়েছিল। তবে বল ও ব্যাটের মধ্যে ছিল বেশ ব্যবধান। তখনই প্রশ্ন ওঠে, হাতে দুটি রিভিউ থাকলেও কেন তা কাজে লাগাননি তিনি?

৩০ বলে ৪৯ রান করা ওয়ার্নারের বিদায়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। এরপর গ্লেন ম্যাক্সওয়েলও টিকতে না পারলে বিপদ বাড়ে তাদের। কিন্তু পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে আনেন ওয়েড ও মার্কাস স্টয়নিস। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন আগ্রাসী জুটিতে দলকে তারা পাইয়ে দেন ফাইনালের টিকিট।

ম্যাচসেরার পুরস্কার পাওয়া ওয়েড সংবাদ সম্মেলনে এসে জানান, অপর প্রান্তে থাকা ম্যাক্সওয়েলের সঙ্গে কথা বলে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন ওয়ার্নার, 'তার সঙ্গে এটা নিয়ে আলাপ করার খুব বেশি সময় পাইনি। সাজঘরে কেবল কিছু কথা চালাচালি হয়েছিল। একটা শব্দ শোনা গিয়েছিল। তবে সে (ওয়ার্নার) নিশ্চিত ছিল না। হয়তো তার ব্যাটের হাতলে ঝাঁকি লেগেছিল অথবা ব্যাটে তার হাত লেগেছিল। সে মনে করেছিল, বল ব্যাটে লাগেনি। কিন্তু অপর প্রান্তে ম্যাক্সওয়েল একটা শব্দ শুনতে পেয়েছিল। সত্যি বলতে, বলের কাছে কেবল ব্যাটই ছিল। তাই সে (ওয়ার্নার) হয়তো ভেবেছিল যে বল ব্যাটে লাগতে পারে।'

মাত্র ১৭ বলে ৪১ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলা ওয়েড বলেন, অনেক সময় স্বয়ং ব্যাটাররাও বুঝতে পারেন না যে বল ব্যাটে লেগেছে কিনা, 'ওই পরিস্থিতিতে আসলে বুঝতে পারাটা কঠিন। কতবারই তো আপনারা দেখেছেন, ব্যাটাররা ভেবেছে যে বল ব্যাটে লাগেনি কিন্তু পরে দেখা যায় লেগেছে। তাই অপরপ্রান্ত থেকে কিছুটা হলেও নিশ্চয়তার প্রয়োজন হয়। তাই বলে ম্যাক্সিকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সে একটা শব্দ শুনতে পেয়েছিল।'

উইকেটরক্ষক-ব্যাটার ওয়েডের মতে, ফাইনালে রিভিউ ব্যবহারে আরও কার্যকর হতে হবে তাদের, 'আশা করি, পরের ম্যাচে এরকম কিছু হবে না। কিন্তু আমাদের একটা সমাধান খুঁজে বের করতে হবে। বিষয়টা হলো, এই সংস্করণে দুটি রিভিউ নেওয়া যায়। আমাদের তা ব্যবহার করতে হবে। এটাই সঠিক উপায়।'

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

9h ago