পর্তুগালে প্রবাসীদের ক্রিকেট আসরে লিসবন সিক্সার চ্যাম্পিয়ন

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত টি-১০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিসবন সিক্সার।

গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) লিসবনের কেন্দ্রীয় ক্রীড়া কমপ্লেক্স জামোরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফরিদপুর রাইডারসকে ২৮ রানে পরাজিত করে লিসবন।

প্রথমে ব্যাট করতে নেমে  লিসবন সিক্সার ১০ ওভারে ১০০ রান করে অলআউট হয়। জবাব দিতে নেমে ১০ ওভার পুরো খেলেও ফরিদপুর রাইডার্স ৫ উইকেটে সংগ্রহ করে ৭২ রান।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে এবার ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন লিসবন  সিক্সার্সের লিকসন আহমেদ এবং ম্যান অব দ্য সিরিজের ট্রফি উঠেছে শাহজাহান সম্রাটের হাতে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লিসবন কমিউনিটি সংগঠক মাহবুব আলম, দেলোয়ার হোসেন, জামাল ফকির, জাকির হোসেন, আবদুল ওয়াহিদ পারভেজ, অলি আহমেদ সানি এবং তানভির আলম জনি এবং আয়োজক কমিটির সদস্য এমদাদুল রহমান রাইয়ান, সিরাজ উল্লাহ খাদেম, ইমতিয়াজ আহমেদ রানা, মোহাম্মদ নুরুদীন, মোস্তাফিজুর রহমান, সজিব হোসেন ।

প্রবাসী বাংলাদেশিদের ৮ টি দলের নিয়ে  নক নাউট পদ্ধতির এই টুর্নামেন্ট আয়োজিত হয়। সোমবার পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান দুদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন ।

এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি , বিপিই ফকির ইউনিফেসোয়াল এলডিএ এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

2h ago