বার্সেলোনাতেই গেলেন রাফিনহা
গত মৌসুম থেকেই রাফিনহার প্রতি নজর ছিল বার্সেলোনার। কিন্তু মাঝে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গিয়েছিল। তাদের চেয়ে এ ব্রাজিলিয়ানকে পেতে এগিয়ে গিয়েছিল চেলসি ও আর্সেনাল। কিন্তু রাফিনহা চেয়েছেন কেবল বার্সেলোনাকেই। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ক্লাবে যোগ দিতে পেরেছেন এ ফরোয়ার্ড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাফিনহার সঙ্গে চুক্তির বিষয়টি ঘোষণা করে ফুটবল ক্লাব বার্সেলোনা। সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানিয়েছে, 'রাফায়েল দিয়াস বেলোলি, রাফিনহাকে স্থানান্তরের জন্য শারীরিক পরীক্ষা পর্যন্ত বার্সেলোনা এবং লিডস ইউনাইটেড নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে।'
২৫ বছর বয়সী এ তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি। ফলে আগামী ২০২৭ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি। এ তারকাকে পেতে ৫৫ মিলিয়ন ইউরো খরচ হচ্ছে বার্সেলোনার। এর সঙ্গে অবশ্য আরও বাড়তি বোনাস রয়েছে। জানা গেছে, সবমিলিয়ে খরচের পরিমাণটা ৭২ মিলিয়ন ইউরো।
রাফিনহাকে পেতে বার্সেলোনার বেশ লড়াই করতে হয়েছে চেলসির সঙ্গে। লিডসের প্রত্যাশা পুরোটাই পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু রাফিনহা চেয়েছিলেন বার্সেলোনায় যোগ দিতে। তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কাতালান ক্লাবে তাকে বিক্রি করেছে লিডস।
চলতি মৌসুমে এর আগে সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন ও ফ্র্যাঙ্ক কেসিকে দলভুক্ত করেছে বার্সেলোনা। এ দুইজনকেই তারা পেয়েছে মুফতে। চেলসি থেকে ক্রিস্তেনসেন ও এসি মিলান থেকে কেসি জুনের শেষে ফ্রি এজেন্ট হলে তাদের দলে টানে তারা।
চলতি মৌসুমে অবশ্য আরও বেশ কিছু তারকা খেলোয়াড়ে নজর রয়েছে বার্সেলোনার। বর্তমানে কাতালানদের মূল লক্ষ্য বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। যদিও তাদের কয়েক দফা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাভারিয়ানরা।
Comments