দি মারিয়াকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জুভেন্টাস

ক্রমেই নেতিবাচক সংবাদ বাড়ছে ফুটবল মহলে। আনহেল দি মারিয়া না-কি বার্সেলোনায় যোগ দিতে পারেন এমন গুঞ্জন উড়ছে। অথচ এ খেলোয়াড়ের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে এনেছিল জুভেন্টাস। তাতে ক্লাবটিও এবার ধৈর্য হারিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দেওয়া হয়েছে দি মারিয়াকে।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে দি মারিয়ার। এরপরই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এ আর্জেন্টাইন। পাওলো দিবালা দল ছাড়ায় তাকে বিনে পয়সায় পেতে মরিয়া জুভেন্টাস। কিন্তু হুট করেই মঞ্চে প্রবেশ করে বার্সেলোনা। আগেরদিন এমন সংবাদই প্রকাশ পায় বেশ কিছু সংবাদমাধ্যমে।

অথচ দুই পক্ষের মধ্যে একটা মৌখিক চুক্তি প্রায় হয়ে রয়েছে বলেই জানিয়েছিল ইতালিয়ান সাংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত। তবে বার্সেলোনার গুঞ্জন চালু হওয়ার পর নতুন করে দি মারিয়ার সঙ্গে আলোচনা করেছে জুভেন্টাস। এ নিয়ে খুব বেশি সময় দিতে রাজী নয় ক্লাবটি। ইতালিয়ান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর সময় সীমা বেঁধে দিয়েছে তারা।

এদিকে, ট্রান্সফার মার্কেটের খবর জানানো আরেক বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক নিকোলো স্কিরা অবশ্য জানিয়েছেন সিদ্ধান্ত নিতে দি মারিয়াকে সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। তবে এটা নিশ্চিত এ চুক্তি দ্রুত সেরে ফেলতে চায় জুভেন্টাস। অন্যথায় তার বিকল্প খুঁজবে ক্লাবটি।

চলতি মৌসুমে পিএসজির জার্সি গায়ে মোট ৩১টি ম্যাচ খেলেছেন দি মারিয়া। সেখানে ৫টি গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন এ উইঙ্গার।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

5h ago