দিবালার এজেন্টের সঙ্গে আলোচনা ইউনাইটেডের
জুভেন্টাসে চুক্তি নবায়ন সময়ের ব্যাপারই ছিল। কিন্তু শেষ দিকে বেঁকে বসে ক্লাবটি। একই পরিস্থিতি ইন্টার মিলানেও। চুক্তির কাছাকাছি থেকেও গড়িমসি করছে ক্লাবটি। ফলে এখনও ভাগ্য নির্ধারিত হয়নি পাওলো দিবালার। এরমধ্যেই নতুন এক সংবাদ প্রকাশ করেছে স্কাই স্পোর্টস ইতালিয়া। এ আর্জেন্টাইন তারকার এজেন্টের সঙ্গে আলোচনা করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এই গ্রীষ্মে ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন রোনালদো। প্রি-সেশনের অনুশীলনেও যোগ দেননি এ পর্তুগিজ তারকা। হুট করে তার দল-বদল চিন্তার কারণে বিকল্প নিয়ে খুব একটা ভাবার সময় পাচ্ছে না ইউনাইটেড। আপাতত বিকল্প হিসেবে দিবালার এজেন্টের সঙ্গে আলোচনা করছে তারা। প্রতিবেদন অনুযায়ী, আলোচনা এখনও শুরু দিকেই রয়েছে।
ফ্রি এজেন্ট হলেও এ মৌসুমে দল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় দিবালা। মূলত এ তারকার ফিটনেসের কারণেই তাকে দলে টানতে ভয় পাচ্ছে দলগুলো। সব দলই দিবালার প্রতি আগ্রহ দেখাচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে ভালো বিকল্প পেলেই আগ্রহ হারাচ্ছে। জুভেন্টাসের ক্ষেত্রে যেমন ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে পেয়ে যায়, তখন পারিশ্রমিক কমানোর কথা বলে চুক্তি থেকে সরে আসে।
সম্প্রতি ইন্টার মিলানের সঙ্গেও যখন প্রায় একই চিত্র ঘটে। তখন থেকেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তার সঙ্গে আলোচনা চূড়ান্ত থাকলেও চেলসি যখন লুকাকুকে ধারে দেওয়ার কথা পাকা করে, তখনই দিবালার চুক্তি ঝুলিয়ে রাখে ইন্টার। অথচ বার্ষিক সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে তাদের মধ্যে আলোচনা চূড়ান্ত ছিল। পরিবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাতেও রাজী ছিলেন দিবালা। কিন্তু চুক্তিটা হয়েও হচ্ছে না।
তবে দিবালাকে পেতে এখনও আগ্রহী ইন্টার। তবে চুক্তিতে কিছুটা পরিবর্তন আনতে চায় দলটি। বার্ষিক সাত মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ছয় মিলিয়ন দিতে চায় তারা। তাও আবার শর্তসাপেক্ষে। আপাতত পাঁচ মিলিয়ন ইউরোর চুক্তি হবে। বাকি এক মিলিয়ন কেবল মাত্র নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেলতে পারলেই পাবেন এ আর্জেন্টাইন। মৌসুমে ইন্টারের মোট ম্যাচের কমপক্ষে ৫০ শতাংশ খেলতে পারলেই তা পাবেন দিবালা।
Comments