ট্রান্সফার লাইভ: ফিরমিনোর জন্য ২৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব জুভেন্টাসের
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
সানচেজকে বিক্রি করবে ইন্টার
ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজকে বিক্রি করে দিতে চায় ইন্টার মিলান। যদিও পাওলো দিবালাকে পাওয়ার খুব কাছে গিয়েও হারিয়েছে দলটি।
লেনোকে চায় ফুলহ্যাম
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, আর্সেনালের গোলরক্ষক বার্ন্ড লেনোকে পেতে চেষ্টা চালাচ্ছেন ফুলহ্যাম। আলোচনা চললেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। একই সঙ্গে বার্সেলোনার গোলরক্ষক নেতোকে পাওয়ার ব্যাপারেও আলোচনা চালাচ্ছে তারা। এ দুই গোলরক্ষকের ব্যাপারে শুধু এ ইংলিশ ক্লাবটিই দৌড়ে রয়েছে।
ফিরমিনোর জন্য ২৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব জুভেন্টাসের
জুভেন্টাসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোবার্তো ফিরমিনোর জন্য প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোমার্কেতোর সংবাদ অনুযায়ী, ৩০ বছর বয়সী এ ব্রাজিলিয়ানের জন্য ২৩ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এদিকে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, জুভেন্টাসের নজরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালও।
বার্সেলোনায় যোগ দেওয়ার পথে কুন্দে
সেভিয়ার ফরাসি সেন্টার-ব্যাক জুলস কুন্দেকে পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু নাটকীয়ভাবে পরিস্থিতি যায় পাল্টে। এ সেন্টার-ব্যাককে পাওয়ার বেশ কাছাকাছি চলে এসেছে বার্সেলোনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, চেলসিকে না বলে দিয়ে বার্সেলোনাকে বেছে নিয়েছেন কুন্দে।
Comments