ট্রান্সফার লাইভ: গুন্দোগানের বিনিময়ে জুভেন্টাসের আর্থুরকে চায় ম্যানসিটি
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
ডি ইয়ংয়ের জন্য প্রস্তাব দেবে চেলসি
গ্রীষ্মের প্রায় পুরোটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যুক্ত ছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। তবে এ ডাচ তারকা যোগ দিতে পারেন চেলসিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, বার্সেলোনাকে ৭০ মিলিয়ন পাউন্ডের কিছু বেশি মূল্যের প্রস্তাব দেবে ব্লুজরা।
কুকুরেয়াকে পাওয়ার দৌড়ে চেলসি
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সংবাদ অনুযায়ী, ব্রাইটনের লেফট- ব্যাক মার্ক কুকুরেয়ার জন্য আগ্রহী চেলসি। তবে তার জন্য ৫০ মিলিয়ন ইউরো চায় ব্রাইটন। এর আগে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজী হয়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত এ চুক্তি থেকে সরে আসে তারা।
গুন্দোগানের বিনিময়ে জুভেন্টাসের আর্থুরকে চায় ম্যানসিটি
ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, জুভেন্টাসের আর্থুর মেলোর জন্য ইকাই গুন্দোগানকে বিনিময় করতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। গুন্দোগানের সঙ্গে আগামী মৌসুমেই চুক্তির মেয়াদ ফুঁড়বে সিটির। তাকে পেতে চায় আর্সেনালও।
বার্সেলোনা ছাড়লেও লা লিগাতে থাকবেন ব্র্যাথওয়েট
বার্সেলোনা প্রত্যাশা করছে চলতি মৌসুমে ক্লাব ছাড়বেন মার্টিন ব্র্যাথওয়েট। তবে স্পেনেই থাকতে পারেন এ ডেনিশ ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম এস্তাদিও দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, সেলতা ভিগো কিংবা গেতাফে হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।
ফোফানাকে নিয়ে কাজ করছে চেলসি
জুলস কুন্দেকে না পাওয়ায় বিকল্প হিসেবে লেস্টার সিটির ওয়েস্লি ফোফানার দিকে নজর দিয়েছে চেলসি। স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, তাকে পাওয়ার জন্য কাজ করছে ক্লাব কর্তৃপক্ষ। তবে তার জন্য ৮৫ মিলিয়ন ইউরো চায় ফক্সরা।
এমএলএসে যাওয়ার জন্য পুইজকে সময় বেঁধে দিয়েছে বার্সা
চলতি মৌসুমে বেশ কিছু খেলোয়াড়কে বিদায় দিতে চায় বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, তাকে তিন দিনের সময় বেঁধে দিয়েছে ক্লাবটি। তাকে পাওয়ার জোরালো চেষ্টা চালাচ্ছে এমএলএসের ক্লাব এলএ গ্যালাক্সি।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন তেলেস
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সংবাদ অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন আলেক্স তেলেস। যদিও এখনও নিশ্চিত হয়নি কোন ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। সেভিয়া তাকে পেতে আগ্রহী।
Comments