ট্রান্সফার লাইভ: মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন দানি আলভেজ
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
কুন্দের জন্য বার্সেলোনার শেষ চেষ্টা
হুলেস কুন্দেকে পেতে সেভিয়ার সঙ্গে সব আলোচনা চূড়ান্ত করে রেখেছে চেলসি। এখন অপেক্ষা এ ফরাসি ডিফেন্ডারের ইতবাচক সাড়ার। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, কুন্দের আশা এখনও ছাড়েনি বার্সেলোনা। তার জন্য শেষ চেষ্টা চালাবে ক্লাবটি।
মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন দানি আলভেজ
অবশেষে ক্লাব খুঁজে পেয়েছেন দানি আলভেজ! মেক্সিকো ক্লাব পুমাসের হয়ে খেলবেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সামাজিকমাধ্যমে এরমধ্যেই ঘোষণা দিয়েছে ক্লাবটি। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে এক বছরের। জুনের শেষে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হয়ে যান দানি। দ্বিতীয় মেয়াদে বার্সেলোনায় ফিরে আরও এক মৌসুম এ ক্লাবে থাকতে চেয়েছিলেন। বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত রাখতেই এমনটা চেয়েছিলেন তিনি। কিন্তু তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সেলোনা।
পিএসজিতেই থাকছেন ইকার্দি
ক্লাবে খেলার সুযোগ খুব একটা পাচ্ছেন না। তারপরও পিএসজিতেই সুখে আছেন মাউরো ইকার্দি। ফুটমার্কেতোর সংবাদ অনুযায়ী, চলতি মৌসুমেও ফরাসি ক্লাবে থাকছেন এ আর্জেন্টাইন। তাকে পেতে এবার আগ্রহ দেখিয়েছিল রোমা, নিস ও মোনজা।
সুয়ারেজকে বিবেচনা করছে ডর্টমুন্ড
আর্লিং হালান্ডের বিকল্প হিসেবে আনা সাবেস্তিয়ান হলার ক্যান্সারে আক্রান্ত। তাই শূন্য জায়গায় খেলতে ক্লাবটিকে প্রস্তাব দিয়েছিলেন লুইস সুয়ারেজ। স্কাই জার্মানির সংবাদ অনুযায়ী, সুয়ারেজের প্রস্তাব বিবেচনা করছে ডর্টমুন্ড। এছাড়া আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট ও ন্যাসিয়নালের সঙ্গেও আলোচনা চলছে সুয়ারেজের।
নটিংহ্যাম ফরেস্টে যোগ দিলেন লিংগার্ড
তাকে চেয়েছিলে ওয়েস্টহ্যামও। তবে কিছুটা বেশি বেতনের প্রস্তাব দেওয়ায় শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে নবাগত ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন জেসে লিংগার্ড। ২০ বছর ইউনাইটেডে থাকার পর জুনের শেষে ফ্রি এজেন্ট হয়ে যান এ ফরোয়ার্ড।
Comments