ট্রান্সফার লাইভ: রোমায় যোগ দেওয়ার কাছাকাছি দিবালা
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
রোমায় যোগ দেওয়ার কাছাকাছি দিবালা
শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সংবাদ অনুযায়ী, বার্ষিক ৬ মিলিয়ন ইউরো বেতনে রোমার সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। সরাসরি কল করে তাকে রোমায় যোগ দেওয়ার ব্যাপারে বুঝিয়েছেন কোচ জোসে মরিনহো।
বায়ার্নের পথে ডি লিখট
মাতাইস ডি লিখটকে আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকজমের সংবাদ অনুযায়ী, ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ ডিফেন্ডারকে পেতে জুভেন্টাসের মৌখিক চুক্তিতে একমত হয়েছে দলটি। আজই শারীরিক পরীক্ষায় জন্য জার্মানি যাওয়ার কথা এ ডাচ তারকার।
ডি ইয়ংয়ের বিকল্প হিসেবে নাভাসকে বিবেচনা করছে ইউনাইটেড
অনেক চেষ্টা করেও বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে মানাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের সংবাদ অনুযায়ী, বিকল্প হিসেবে উলভসের রুবেন নাভাসকে বিবেচনা করছে ক্লাবটি।
ইভান টনিতে নজর ম্যানচেস্টার ইউনাইটেডের
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর সংবাদ অনুযায়ী, ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইভান টনির দিকে নজর দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেড, লিডস ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যামও এ ফরোয়ার্ডের প্রতি আগ্রহী। ২৬ বছর বয়সী এ তারকা গত মৌসুমে করেছেন ১৪টি গোল, সঙ্গে ছয়টি অ্যাসিস্টও।
কুকুরেয়ার জন্য চেষ্টা বাড়াচ্ছে ম্যানসিটি
ব্রাইটনের মার্ক কুকুরেয়ার প্রতি নজর অনেক আগে থেকেই ছিল ম্যানচেস্টার সিটির। তবে সে অর্থে চেষ্টা চালাইনি দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের সংবাদ অনুযায়ী, সাবেক বার্সা ডিফেন্ডারের জন্য প্রচেষ্টা আরও বাড়াতে যাচ্ছে সিটিজেনরা। ওলেকজান্ডার জিনচেঙ্কোর সঠিক বিকল্প হিসেবে কুকুরেয়াকেই চায় তারা।
Comments