ট্রান্সফার লাইভ: মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় পিএসজি
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
মার্তিনেজকে পাওয়ার কাছাকাছি ইউনাইটেড
ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, আয়াক্সের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজকে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আলোচনা প্রায় চূড়ান্ত। আগামী ২৪ ঘণ্টার আসতে পারে নতুন ঘোষণা।
মেসির চুক্তি নবায়ন করতে চায় পিএসজি
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সংবাদ অনুযায়ী, মেসির চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে পিএসজি। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত এ ক্লাবে থাকছেন এ আর্জেন্টাইন। তাকে ২০২৪ সাল পর্যন্ত চায় ফরাসি ক্লাবটি। তবে এ চুক্তির ব্যপারটি এখনই আলোচনা করতে রাজী নিন তিনি। কাতার বিশ্বকাপ শেষে এ প্রসঙ্গে আলোচনা করবেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
আসেনসিওর চুক্তি নবায়ন করবে না রিয়াল
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপে সাংবাদিক আরাঞ্চো রদ্রিগেজ বলেছেন, মার্কো আসেনসিওর চুক্তি নবায়ন করতে নতুন কোনো প্রস্তাব দিবে না রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে রিয়াল এটা বিশ্বাসও করে না যে, এ মৌসুমে নতুন কোনো ক্লাবে যোগ দিবেন এ স্প্যানিশ তারকা।
রোনালদোর জন্য সৌদি আরব থেকে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব
সিএনএন পর্তুগালের সংবাদ অনুযায়ী, ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে পেতে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি দল। এরমধ্যে ৩০ মিলিয়ন ইউরো দেওয়া হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুই বছরের চুক্তিতে রোনালদো পাবেন ২৫০ মিলিয়ন ইউরো। এছাড়া তার এজেন্ট হোর্হে মেন্ডেস পাবেন ২০ মিলিয়ন ইউরো। ইউনাইটেডের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি রয়েছে রোনালদোর। তবে নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাব ছাড়তে চাইছেন এ পর্তুগিজ তারকা।
ডি ইয়ংকে সময় বেঁধে দিয়েছে ইউনাইটেড
অনেক দিন থেকেই বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ক্লাবটির। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, শেষ সিদ্ধান্ত জানানোর জন্য এ ডাচ মিডফিল্ডারকে এক দিনের সময় বেঁধে দিয়েছে রেড ডেভিলরা।
মার্সেলোকে চায় মোনজা
ইতালির ট্রান্সফার মার্কেটের রিপোর্টার নিকোলো শিরার সংবাদ অনুযায়ী, মার্সেলোকে পেতে চাইছে সিরিআয় নবাগত দল মোনজা। এরমধ্যেই এ ব্রাজিলিয়ানের সঙ্গে আলোচনা করেছেন তারা। জুনের শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরনোয় বর্তমানে ফ্রি এজেন্ট এ তারকা।
Comments