ট্রান্সফার লাইভ: দিবালাকে হাইজ্যাক করতে চাইছে মিলান
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
দেম্বেলের চুক্তি নবায়নে বার্সাকে চাপ দিচ্ছেন জাভি
উসমান দেম্বেলের চুক্তি থেকে এক প্রকার সরে এসেছে বার্সেলোনা। বেতন-ভাতা নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্লাবটি। নতুন কোনো প্রস্তাব দেবে না বলেই ঘোষণা দিয়েছে ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, তাকে ধরে রাখতে ক্লাবকে চাপ দিচ্ছেন কোচ জাভি হার্নান্দেজ।
মেমফিসের জন্য ২০ মিলিয়নের বেশি প্রত্যাশা বার্সার
বার্সেলোনায় থাকতে চান মেমফিস ডিপাই। তবে পারফরম্যান্সের ঘাটতির কারণে তাকে বেচে দেওয়ার তালিকায় রেখেছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সংবাদ অনুযায়ী, ২০ মিলিয়নের বেশি পেলে তাকে ছেড়ে দিবে তারা।
জেকোকে বেচে দিতে চায় ইন্টার
ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, বসনিয়ান ফরোয়ার্ড এদেন জেকোকে বিক্রি করে দিতে চায় ইন্টার মিলান। ৩৬ বছর বয়সী এ ফর্যারদকে দলে পেতে চান ভ্যালেন্সিয়ার নতুন ম্যানেজার জেনারো গাত্তুসো। গত মৌসুমে ৩৬ ম্যাচে অংশ নিয়ে ১৩টি গোল করেছেন জেকো।
চেলসিতে নেইমারকে চান সিলভা
সাম্প্রতিক সময়ের নানা ইস্যুতে পিএসজিতে ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে নেইমারের। আর এ সুযোগটা নিতে চায় চেলসি। তার জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভাও তার ঘনিষ্ঠ বন্ধুকে চেলসিতে স্বাগত জানাতে আগ্রহী।
ইন্টারের দিবালাকে হাইজ্যাক করতে চাইছে মিলান
চুক্তিটা এক প্রকার হয়েই আছে ইন্টার মিলানের সঙ্গে। বাকি কেবল আনুষ্ঠানিকতা। তবে রোমেলু লুকাকুকে পাওয়ায় কিছুটা গড়িমসি করছে ক্লাবটি। আর এ সুযোগটা নিতে চায় এসি মিলান। ইতালিয়ান রেডিওরেডিওর সংবাদ অনুযায়ী, ফ্রি এজেন্ট হিসেবে দিবালাকে পেতে আশাবাদী মিলান।
ভিদালকে বিদায় করতে চায় ইন্টার
নতুন মৌসুমে ইন্টার মিলানের পরিকল্পনায় নেই আর্তুরো ভিদাল। ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তের সংবাদ অনুযায়ী, চিলির এ মিডফিল্ডারকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি। ৪ মিলিয়ন ইউরো পেলেই ছেড়ে দিবে তারা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স তাকে পেতে আগ্রহ দেখিয়েছে।
রাফিনহার কেনার কাছাকাছি চেলসি
ইচ্ছে থাকলেও বার্সেলোনায় যাওয়া কঠিন হয়ে গেছে রাফিনহার। আর্থিক কারণে তার মূল্য পরিশোধ করা প্রায় অসম্ভব কাতালানদের। তাকে চাইছে আর্সেনাল ও চেলসিও। তবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ব্লুজদের বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সবমিলিয়ে প্রায় ৭৫ মিলিয়ন ইউরো খচর করে তাকে কিনতে যাচ্ছে চেলসি।
Comments