ট্রান্সফার লাইভ: রিয়ালের রাডারে সন, বায়ার্নে রোনালদো?
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
জুভেন্টাস ছাড়তে চান ডি লিখট
জুভেন্টাসে তিন মৌসুম কাটানোর দল ছাড়তে চান মাতাইস ডি লিখট। এরমধ্যেই ক্লাবকে এ অনুরোধ করেছেন বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত। আন্তনিও রুদিগার ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন দল ছাড়ায় তার জায়গায় জুভেন্টাসের এ ডিফেন্ডারকে চায় চেলসি। এ ডিফেন্ডারকে বিক্রির কোনো ইচ্ছাই নেই ওল্ড লেডিদের। তার রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো।
রিয়ালের রাডারে সন
কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে চেয়েও পায়নি রিয়াল মাদ্রিদ। তার উপর মার্কো আসেনসিও দল ছাড়তে চাইছেন। একজন ভালো মানের ফরোয়ার্ডের জন্য মুখিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। স্পোর্টস ইতালিয়ার সাংবাদিক জানিয়েছেন, টটেনহ্যাম হটস্পার্সের কোরিয়ান ফরোয়ার্ড হিউং-মিন সনকে পর্যবেক্ষণ করছে রিয়াল। সদ্য শেষ হওয়া মৌসুমে মোহামেদ সালাহর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এ কোরিয়ান।
কাভানির প্রতি আগ্রহী বার্সেলোনা
রবার্ট লেভানদোভস্কিকে পেতে অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। তবে তার উচ্চ মূল্যের জন্য শেষ পর্যন্ত এ ট্রান্সফার সম্ভব নাও হতে পারে। ফিচাজেসের সংবাদ অনুযায়ী, কোনো কারণে লেভানদোভস্কিকে না পেলে এদিসন কাভানিকে পাওয়ার চেষ্টা চালাবে দলটি। জুনের শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ উরুগুইয়ান তারকার।
লেভানদোভস্কির জায়গায় বায়ার্নে রোনালদো
অনেক দিন থেকেই রবার্ট লেভানদোভস্কির বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন চড়া। কাতালান ক্লাবটি থেকে আনুষ্ঠানিক প্রস্তাবও পেয়েছে বায়ার্ন মিউনিখ। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদোও। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী, লেভানদোভস্কির জায়গায় রোনালদোকে দলে টানা চিন্তা ভাবনা করছে বাভারিয়ানরা।
লেভানদোভস্কিকে পেতে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বার্সার
রবার্ট লেভানদোভস্কিকে পেতে প্রথম ধাপে ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাভারিয়ানরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সংবাদ অনুযায়ী, প্রস্তাব আরও বড় করছে কাতালানরা। পাঁচ মিলিয়ন ইউরো বাড়িয়ে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে ক্লাবটি। তবে ৫০ মিলিয়ন ইউরোর কমে কোনো প্রস্তাবই শুনতে চায় না বায়ার্ন।
Comments